Ahmedabad Plane Crash: বিমানে ওঠার কিছুক্ষণ আগেই বিমানবন্দরে বসে রিলস বানিয়েছিলেন ব্রিটিশ নাগরিক জ্যামি রে মিক। বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ থেকে লন্ডনে এয়ার ইন্ডিয়ার যে বিমান যাচ্ছিল তারই যাত্রী ছিলেন তিনি। আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু টেক অফের মিনিট খানেকের মধ্যেই ভেঙে পড়ে এই যাত্রীবাহী বিমানটি।
জ্যামির বানানো যে ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে আমদাবাদ বিমানবন্দরেই বসে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন আরও এক বিদেশি যুবক। ক্যামেরার দিকে তাকিয়ে জ্যামি জানাচ্ছিলেন যে, তাঁরা বোর্ডিংয়ের তৈরি হচ্ছেন। তখনও ঘুণাক্ষরেও যাত্রীদের কেউই টের পাননি যে আর কিছুক্ষণের মধ্যেই কী ভয়াবহ বিপর্যয় নেমে আসতে চলেছে তাঁদের জীবনে। ভিডিওতে জ্যামির সঙ্গে থাকা যুবকের নাম সঠিকভাবে জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি Fiongal Greenlaw-Meek- এই নামেই পরিচিত। জানা গিয়েছে, জ্যামি এবং Fiongal Greenlaw-Meek ব্রিটিশ ওয়েলনেস কাপল। তাঁরা সমকামি জুটি। ভারতে এসেছিলেন ঘুরতে।
ভিডিওতে জ্যামিকে বলতে শোনা গিয়েছে, তাঁরা এয়ারপোর্টে এসে গিয়েছেন। সবেমাত্র বোর্ডিং হচ্ছে। ভারতকে বিদায় জানিয়ে তিনি আরও বলেছেন, এবার ১০ ঘণ্টার উড়ানের পর লন্ডন ফেরার পালা। এর পাশাপাশি তিনি এও বলেছেন, ভারত থেকে সবথেকে বড় জিনিস তিনি নিয়ে যাচ্ছেন, পার্টনারের প্রতি ধৈর্য না হারানোর শিক্ষা। ভিডিও শেষ করার আগে হাসি মুখে দেখা গিয়েছে দু'জনকেই। জ্যামি বলেছেন, খুব খুশি হয়ে, অনেক আনন্দ নিয়ে ফিরছেন তাঁরা। এমন সুন্দর বার্তার পরেই সব শেষ হয়ে গিয়েছে। মর্মান্তিক পরিণতি হয়েছে এই দুই ব্রিটিশ নাগরিকের।
প্রসঙ্গত উল্লেখ্য, আমদাবাদ থেকে লন্ডনগামী এই বিমানে আরও অনেক ব্রিটিশ যাত্রী ছিলেন। আমদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ছিলেন মোট ২৪২ জন। তাঁদের মধ্যে ২ জন পাইলট, ১০ জন বিমানকর্মী অর্থাৎ ক্রু মেম্বার এবং বাকি ২৩০ জন যাত্রী। এই যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের নাগরিক।