নয়াদিল্লি: আগমন ঘটা মাত্রই সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে। ভারতেও তার ব্যবহার শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবার ভয়ঙ্কর তথ্য সামনে আনল। দেশের ৮৭ কোটি ৪৫ লক্ষ মোবাইল সংযোগের মধ্যে ৪০ কোটি ৮৭ লক্ষই ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয়েছে বলে জানাল AI (Mobile Connections). কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রক AI ব্য়বহার করে এই পরিসংখ্যান হাতে পেয়েছে (Artificial Intelligence)। 


কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এই মুহূর্তে দেশে ১৩১ মোবাইল সংযোগ ব্যবহারকারীর সংখ্য ১৩১ কোটি। এর মধ্যে প্রথম পর্যায়ে ২২টি লাইসেন্স-প্রাপ্ত পরিমণ্ডলের ৮৭ কোটি ৮৫ লক্ষ সংযোগ পরীক্ষা করে দেখা হয়। তাতেই ৪০ কোটি ৮৭ লক্ষ সংযোগের ক্ষেত্রে ভুয়ো নথির সন্ধান মিলেছে।  


কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের সচিব কে রাজারামন এই পরিসংখ্যান সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজি-কে পাঠিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, AI, ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে সিমকার্ডগুলি যাচাই করে দেখা হয়। তাতেই ভুয়ো নথির সন্ধান মেলে। তার জেরে এখনও পর্যন্ত ৩৮ লক্ষ মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে, যেগুলি নথি ভুয়ো বেরিয়েছে। টেলিকম পরিষেবা প্রদানকারী ৪৪ হাজার ৫৮২ পয়েন্ট অফ সেলস (PoS)  এই সমস্ত সংযোগ প্রদানে যুক্ত বলেও জানানো হয়েছে।


আরও পড়ুন: Gold Silver Price: বাড়ল না কি কমল? আজ কলকাতায় সোনার দর কত?


এখনও পর্যন্ত এ নিয়ে মাত্র ১৮১টি FIR-ই দায়ের হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৮৭টি FIR দায়ের হয়েছে জম্মু ও কাশ্মীরে, গুজারতে ২৬টি, বিহার, ঝআডাখণ্ড, তামিলনাড়ুতে ১৮টি করে বং পঞ্জাবে ১৩টি FIR দায়ের হয়েছে বলে জানানো হয়েছে।  সাইবার অপরাধ রুখতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সমস্ত ঘটনার ক্ষেত্রে FIR দায়ের করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। 


যে ৮৭ কোটি ৮৫ লক্ষ সংযোগ পরীক্ষা করে দেখা হয়, এর মধ্যে ১.২০ কোটি জম্মু ও কশ্মীরের। তার মধ্যে ১৫ হাজার ১৯৪টির নথি ভুয়ো বলে বেরিয়েছে। সংযোগগ্রহণকারী ব্যক্তির নাম এবং মুখের মিল পাওয়া যায়নি। সেখানে ১৪ হাজার ৪৯৪টি মোবাইল সংযোগ বাতিল করা হয়েছে। হরিয়ার ৩.০৮ কোটি মোবাইল সংযোগ পরীক্ষা করে দেখা হয়, যার মধ্যে ৫.৩৩ লক্ষ সংযোগে ভুয়ো নথি মেলে। সেখানে বাতিল করা হয়েছে ৫.২৪ লক্ষ সংযোগ।


বাংলার মোট ৪ কোটি ৫২ লক্ষ নম্বর পরীক্ষা করে দেখা হয়, যার মধ্যে ১২ লক্ষ ৩৪ হাজার ১১৪টি সংযোগ ভুয়ো নথি দেখিয়ে নেওয়া হয় বলে দেখা গিয়েছে। সেই নিয়ে একটিও FIR দায়ের হয়েছে বলে পাওয়া যায়নি। এর আগে, মে মাসে কেন্দ্রের তরফে সঞ্চার সাথী পোর্টালের সূচনা করা হয় (www.sancharsaathi.gov,in). গ্রাহকদের দজন্য ডিজিটাল দুনিয়াকে নিরাপদ করে তোলাই লক্ষ্য ছিল তার। টেলিকমিউনিকেশনস বিভাগের TAFCOP ওয়েবসাইটে গিয়ে মোবাইল সংযোগ গ্রহণকারী ব্যক্তির নাম এবং সেই সংক্রান্ত তথ্য পাওয়া যায়।