ভুবনেশ্বর : এবার ড্রোন উড়িয়ে স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পৌঁছে দিল AIIMS ভুবনেশ্বর। খড়দা জেলার একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা দেওয়া হয়। বৃহস্পতিবার রক্তবাহী ব্যাগ নিয়ে এইমস থেকে টাঙ্গি কমিউনিটি হেল্থ সেন্টারে উড়ে যায় ড্রোনটি। ৩৫ মিনিটে ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ওড়িশায় নয়, সারা দেশের নিরিখে ড্রোন উড়িয়ে এই প্রথম রক্ত পৌঁছে দেওয়া হল। 


AIIMS ভুবনেশ্বর-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, "এই প্রথমবার সফলভাবে কোনও রোগীর জন্য ব্যাগভর্তি রক্ত পৌঁছে দেওয়া হল ড্রোন ব্যবহার করে। আমাদের স্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে এই পদক্ষেপ একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শুধু তাই নয়, ড্রোনটি এইমসে ফিরে আসার আগে কমিউনিটি হেল্থ সেন্টার থেকে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছে। বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় জটিল চিকিৎসা সামগ্রী বহন করতে সাহায্য করবে এই ড্রোন পরিষেবা।" 


সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর হাতে এসেছে একটি বিশেষ ড্রোন। মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে পারে এই ড্রোন। পুরোটাই তৈরি হয়েছে ভারতে। মূলত যুদ্ধ ও নজরদারি জন্য তৈরি হয়েছে এই অত্যাধুনিক ড্রোন। নাম Drishti 10 Starliner।নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেছেন যে, এই ড্রোনটি ভারত মহাসাগর অঞ্চলে শক্তিশালী প্রমাণিত হবে, যেখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে। 


Drishti 10 Starliner ড্রোন তৈরি হয়েছে হায়দরাবাদের ওয়ার্কশপে। এই ড্রোনটি প্রস্তুত করতে ইজরায়েলি প্রতিরক্ষা সংস্থা 'এলবিট সিস্টেম'-এর মাধ্যমে প্রযুক্তি স্থানান্তরের সহায়তাও নেওয়া হয়েছে। Drishti ড্রোন হল প্রথম বড় অস্ত্র, যা ভারতীয় সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছে। এই ড্রোনটি এলবিট সিস্টেমের হার্মিস 900 স্টারলাইনার ড্রোনের একটি রূপ। 


একটানা ৩৬ ঘণ্টা উড়তে পারে এই ড্রোন। এই ড্রোনটি ৪৫০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে পারে এবং যে কোনও জায়গায় সরবরাহ করা যেতে পারে। ড্রোনটিতে তিনটি হার্ড পয়েন্ট রয়েছে যা পেলোডের জন্য। প্রয়োজনে এতে অস্ত্রও লাগানো যাবে। ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে Drishti 10 Starliner। এই ড্রোনটি একটি উন্নত গোয়েন্দা, নজরদারি এবং রিকনাইসেন্স (ISR) প্ল্যাটফর্ম। এই ড্রোনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন অনেক কম। এই কারণে ড্রোন নিয়ন্ত্রণ সহজ হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে