ঢাকা: সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে বিচ্ছেদ এবং সানা জাভেদের (Sana Javed) সঙ্গে বিয়ের রেশ এখনও মেলায়নি। তার আগেই বিস্ফোরক অভিযোগ উঠল পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের (Shoaib Malik) বিরুদ্ধে।


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (BPL) গড়াপেটায় জড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠল শোয়েবের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ তুললেন স্বয়ং ফ্র্যাঞ্চাইজি মালিক। যদিও পরে তিনি বয়ান পাল্টেছেন। জানিয়েছেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। সব মিলিয়ে শোরগোল শোয়েবকে ঘিরেই।


খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি ‘নো বল’, সেটাও ওভার স্টেপিংয়ের কারণে! এরপর ২৩ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই দুবাই চলে যান শোয়েব। সেখান থেকে এজেন্টের মাধ্যমে জানান, বিপিএলে তিনি আর খেলবেন না। তারপর থেকেই শুরু হয় জলঘোলা। বিপিএলে শোয়েবের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান একটি সাক্ষাৎকারে জানান, এই তিন নো বলের দিকে খেয়াল রাখা উচিত দুর্নীতি দমন শাখার। সংবাদমাধ্যমে এমনও সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে অফস্পিনার হয়েও ওভার স্টেপিংয়ের কারণে মালিকের ওই তিনটি ‘নো’ বলে স্পট ফিক্সিংয়ের গন্ধ থাকতে পারে। মালিক হয়তো ইচ্ছে করেই এটা করেছেন। যে জল্পনা বেড়ে যায় টিম মালিকের কথায়।


 






গুঞ্জন আর সমালোচনার মধ্যেই নিজের এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দেন মালিক। সেখানে তিনি বলেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কড়াভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনও তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি নষ্ট করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।’


পরে অবশ্য মিজানুরও জানান যে, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তবু জলঘোলা থামছে কই! 


আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে