নয়া দিল্লি: পহেলগাঁও হামলার প্রত্যুত্তরে অপারেশন সিঁদুর-এর মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত, জানান হয় কেন্দ্রের তরফে। এরপর একাধিক স্যাটেলাইট ছবিও প্রকাশ করা হয় সেনার তরফে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এবার অপারেশন সিঁদুরের আরেকটি 'ঝলক' প্রকাশ ভারতীয় বায়ুসেনার। রবিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের ৫ দিন আগে বায়ুসেনার পোস্ট করা ওই ভিডিতে দেখা গিয়েছে পাক জঙ্গি ঘাঁটিগুলিকে কীভাবে চুরমার করেছে ভারত।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে কার্যত ধূলিস্মাৎ করেছে ভারতের বায়ুসেনা। ভিডিওর একটি ফ্রেমে দেখা যাচ্ছে বিরাট একটি বাড়ি বোমার আঘাতে কার্যত গুড়িয়ে গিয়েছে। আরেকটি বাড়িতে বিস্ফোরণের 'বার্ডস আই ভিউ' ছবি দেখা গিয়েছে।
এই ভিডিও প্রকাশের মাধ্যমে বায়ুসেনার শক্তিও প্রদর্শন করা হয়েছে। ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় বায়ুসেনা লিখেছে- ' গৌরবের সঙ্গে আকাশ ছোঁয়া'।
ভারতীয় বায়ুসেনা পোস্ট করা ভিডিওতে এও বার্তা দিয়েছে, 'ভারতকে আক্রমণ করলে দ্বিধার কোনও জায়গা নেই। বায়ুসেনা প্রত্যুত্তর দেবে নির্ভুলভাবে, নিজস্ব গতিতে এবং তা সমধানও করে ছাড়বে।' এই ভিডিওটিতে ১৯৭১ এর যুদ্ধের কিছু মুহূর্তও দেখানো হয়েছে।
দিন কয়েক আগে অপারেশন সিঁদুর মিশনের জেরে পাকিস্তানের বিমান বহরের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য প্রকাশ করেছিলেন এয়ার ফোর্স চিফ। বায়ুসেনা প্রধান বলেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ভারতের তরফে প্রত্যাঘাত করা হয়েছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শাহবাজ জ্যাকোবাবাদ বিমানঘাঁটি। ওখানে ছিল একটি এফ-১৬ হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারের অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে। এ পি সিং আরও বলেছেন যে, এই হ্যাঙ্গারের ভিতরে থাকা বেশ কিছু বিমানও ধ্বংস হয়েছে এ ব্যাপারে তিনি নিশ্চিত।