নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বাসে দাউ দাউ আগুন। ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩য়ের । এয়ার ইন্ডিয়া বিমানের খুব কাছেই আচমকাই আগুন ধরে যায় বাসে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকল। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে খবর। বাসে কোন যাত্রী ছিল না বলে সূত্রের খবর।

Continues below advertisement

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গের সরকার বাংলাদেশের সরকার হয়ে গিয়েছে..' ! বিস্ফোরক গিরিরাজ , SIR নিয়ে মমতা-সহ বিরোধীদের আক্রমণ

Continues below advertisement

বলার অপেক্ষা রাখে না যে, বিপদ ধার ঘেষে গিয়েছে। কারণ এয়ার ইন্ডিয়ার ওই বাসে কোনও যাত্রী ছিল না বলেই শেষ অবধি খবর পাওয়া যায়। কিন্তু যেখানে ওই বাসটি দাঁড়িয়ে ছিল, তার থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল একটি বিমান। বাতাসের বেগ বেশি থাকলে কিংবা দেরি নজরে আসলে, তা আরও ভয়াবহ রূপ নিতে পারত বলেই সাম্প্রতিককালের ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তবে সেসব কিছু ঘটে যাওয়ার আগেই দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ পৌঁছে গিয়েছিল দমকল বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা খুব দ্রুততার সঙ্গেই এয়ার ইন্ডিয়ার ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। 

সেদিক থেকে নজরদিলে, চলতি বছরেই একগুচ্ছ অঘটনের খবর প্রকাশ্যে এসেছে। কখনও আগুন ধরে যাওয়া, কখনও মাঝ আকাশে যান্ত্রিকত্রুটি, কখনও আবার উড়তে যাওয়ার মুহূর্তেই বিপদ থেকে রক্ষার ভুরিভুরি উদাহরণ। এর মধ্যে অন্যতম ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনা। প্রিয় মানুষকে অনেকেই হারিয়েছেন। এখনও সেই ভয়াবহ ছবি সোশ্যালের অলিতেগলিতে ঘুরে বেড়ায়। তবে ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। দুর্ঘটনার পরপর একাধিক বাধ্যতামূলক পরীক্ষার সিদ্ধান্ত নেয় ডিজিসিএ (DGCA)। এ উড়ান ভরার আগে তাই প্রতিটি বিমানকেই একগুচ্ছ কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে, পাইলটকেও একাধিক পরীক্ষার মুখোমুখী হতে হয়।  

চলতি বছরের জুলাই মাসে একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্যে এসেছিল। ঘটনাটি আমেরিকার ডেনভারে ঘটেছিল। রানওয়ে ছেড়ে ওড়ার আগেই বিমানে আগুন ধরে গিয়েছিল। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারিদিক। সব থেকে বড় কথা, ওই বিমানটি যাত্রীবাহি ছিল। এদিকে আগুন লেগে যাওয়ার খবর পৌঁছতেই লেগে গিয়েছিল হুড়োহুড়ি। পড়িমরি করে বিমান থেকে লাফিয়ে বেরিয়ে আসতে শুরু করেছিলেন যাত্রীরা। একজন আহত হয়েছিলেন বলেও খবর মিলছিল সেসময়। তবে মারাত্মক কিছু ঘটেনি। সেবারও অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছিল বলে খবর।