নয়াদিল্লি: ১২ ফেব্রুয়ারি মুম্বই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ৮০ বছর বয়সী এক যাত্রী হুইলচেয়ারের অভাবে ১.৫ কিমি হেঁটে হৃদরোগে তাঁর মৃত্যু ঘটে। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) এয়ার ইন্ডিয়া (Air India) বিমান সংস্থাকে ৩০ লক্ষ টাকার জরিমানা ধার্য করে। যথাযথ সংস্থা হুইলচেয়ার না রাখার কারণে যাত্রীমৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ DGCA-র।


ডিজিসিএ জানিয়েছে, সিভিল অ্যাভিয়েশন রিকোয়ারমেন্ট যথাযথ না থাকায় ১৯৩৭ সালের এয়ারক্রাফট আইন অনুসারে এয়ার ইন্ডিয়া সংস্থার উপর ৩০ লাখের জরিমানা ধার্য হয়েছে। একটা অ্যাডভাইসরি বোর্ডও বসেছে যেখানে সমস্ত বিমান পরিষেবা সংস্থাকে যথাযথ মাত্রায় হুইলচেয়ার রাখার কথা জানানো হয়েছে যাতে সমস্ত যাত্রী বিমানে ওঠা বা নামার সময় প্রয়োজনে হুইলচেয়ার পান। কোনও সমস্যায় না পড়তে হয় যাত্রীদের। তবে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি।


সিভিল অ্যাভিয়েশন রেগুলেটর (Civil Aviation Regulator) সমস্ত বিমান পরিষেবা সংস্থাকে (Air India) বিমানবন্দরে যথাযথ হুইলচেয়ার রাখার কথা জানিয়ে একটি অ্যাডভাইসরি জারি করেছে। ১২ ফেব্রুয়ারি একজন ৮০ বছর বয়স্ক যাত্রী নিউ ইয়র্ক থেকে এসে নামেন মুম্বই বিমানবন্দরে, সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। হুইলচেয়ার না থাকায় তাঁকে বাধ্য হয়েই ১.৫ কিমি রাস্তা হেঁটে আসতে হয় আর তাঁর ফলে বিমানবন্দরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এই কারণে ডিজিসিএ ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়াকে শো-কজ নোটিশ পাঠিয়েছে।


ডিজিসিএ জানিয়েছে যে এয়ার ইন্ডিয়ার (Air India) পক্ষ থেকে বিগত ২০ ফেব্রুয়ারি ঘটনার বিবৃতি হিসেবে জানানো হয়েছে যে সেই বয়স্ক যাত্রী তাঁর স্ত্রীকে একটি হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছিলেন, তিনি আরেকটি হুইলচেয়ারের অপেক্ষা না করেই হাঁটতে শুরু করেন। কিন্তু এরপরেও ডিজিসিএ তদন্ত করে দেখেছে যে এয়ার ইন্ডিয়ার তরফে CAR নীতি মানা হয়নি। এমনকী তাঁদের সংস্থার সংশ্লিষ্ট কর্মীর উপর কোনও কড়া পদক্ষেপ করা হয়েছে কিনা সে ব্যাপারেও জানানো হয়নি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।


২০ ফেব্রুয়ারি এই ঘটনার প্রেক্ষিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের (NHRC) পক্ষ থেকে ডিজিসিএ-কে একটি নোটিশও পাঠানো হয়েছে। কমিশন লক্ষ করেছে যে, দিনে দিনে বিমানে (Air India) যাত্রীর সংখ্যা বেশ অনেকটাই বেড়েছে এবং বিমানের ভাড়াও বেড়েছে পাল্লা দিয়ে। কিন্তু তারপরেও বিমান সংস্থাগুলির পরিষেবা সেভাবে উন্নত হয়নি, বেশ কিছু এমন অবাঞ্ছিত ঘটনায় তাঁর প্রমাণ পাওয়া যায়। সংবাদসূত্রে জানা গিয়েছে যে ঐ নির্দিষ্ট বিমানে ৩২টি হুইলচেয়ার ছিল, কিন্তু বিমানবন্দরে নেমে কর্মীর সঙ্গে মাত্র ১৫টিই পাওয়া গিয়েছিল। ঐ দম্পতির মধ্যে স্ত্রীকে হুইলচেয়ারে বসিয়ে অন্য হুইলচেয়ার না পেয়ে ১.৫ কিমি হাঁটতে বাধ্য হন সেই বয়স্ক যাত্রী এবং তাঁর ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে তাঁর।


আরও পড়ুন: Bill Gates:ভারতের 'জ্যাক স্প্যারো' কে? আলাপ করুন 'ডলি চাওয়ালা'-এর সঙ্গে, ইনস্টায় ভিডিও বিল গেটসের