চেন্নাই:  ফের মাঝ আকাশে বিমান-বিভ্রাট। বড়সড় দুর্ঘটনা এড়াল তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ান। রেডারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন কেরলের ৪ সাংসদ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, UDF-এর আহ্বায়ক আদুর প্রকাশ, কে সুরেশ ও সিপিএম সাংসদ কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ রবার্ট ব্রুস।

কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল জানিয়েছেন, জরুরি অবতরণের আগে বহুক্ষণ আকাশে ওড়ে বিমানটি। রানওয়েতে আরেকটি বিমান থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এয়ার ইন্ডিয়ার বিমানটি ফের আকাশে উঠে আধঘণ্টা ওড়ে এবং শেষপর্যন্ত চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। DGCA বা এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।  

বেণুগোপাল লেখেন, একেবারে ভয়াবহভাবে ট্র্যাজেডি ঘটার কাছাকাছি ছিলাম আমরা, ...ওড়ার কিছুক্ষণ পরেই, ভয়ঙ্কর  অস্থিরতা তৈরি হয়, মাঝ আকাশে টালমাটাল অবস্থা হয়। প্রায় এক ঘন্টা পরে, ক্যাপ্টেন ফ্লাইট সিগন্যাল ত্রুটির কথা ঘোষণা করেন। ফ্লাইটটি চেন্নাইয়ের দিকে আসে অবতরণের জন্য। এরপর বিমান বন্দরের আশেপাশে আকাশে প্রায় দুই ঘন্টা ধরে বিমানটি চক্কর খেতে থাকে। বিমানবন্দরের চারপাশেই ঘুরছিল বিমানটি। অপেক্ষা করছিল অবতরণের।  অনুমতির অপেক্ষায় ছিল বিমানটি।  এরপর জরুরি অবতরণের জন্য নামার সময় এয়ার ইন্ডিয়ার উড়ানের সামনে অন্য বিমান এসে পড়ে। নির্দিষ্ট রানওয়েতেই দাঁড়িয়ে ছিল অন্য এক বিমান। ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত। বেণুগোপাল আরও লেখেন, দুই সেকেন্ডের মধ্যে ক্যাপ্টেনের ফের আকাশে উঠে যাওয়ার সিদ্ধান্ত বিমানের প্রতিটি যাত্রীর জীবন রক্ষা করেছে । দ্বিতীয় প্রচেষ্টায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পাইলটের দক্ষতা এবং ভাগ্যের জন্য আমরা রক্ষা পেয়েছি। যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের উপর নির্ভর করতে পারে না। আমি অনুরোধ করছি @DGCAইন্ডিয়া এবং @MoCA_GoI কে, যাতে  এই ঘটনার দ্রুত তদন্ত করা হয়। 

বেণুগোপালের পোস্টের জবাবে, এয়ার ইন্ডিয়া লেখে, আমরা স্পষ্ট করে দিতে চাই, সম্ভাব্য কারিগরি সমস্যা এবং খারাপ আবহাওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাইয়ের দিকে বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়। চেন্নাই বিমানবন্দরে প্রথম অবতরণের সময় চেন্নাই এটিসি কর্তৃক একটি go-around নির্দেশ দেওয়া হয়। রানওয়েতে অন্য কোনও বিমান ছিল না। আমাদের পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য সুপ্রশিক্ষিত। এই ক্ষেত্রে, তাঁরা স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করেছেন।