দিল্লি ATC-তে যান্ত্রিক গোলযোগ শুরু হয়েছে গতকাল থেকেই । যার জেরে গোটা দেশে ব্যাহত বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে দিল্লি থেকে আসা ও যাওয়ার সমস্ত বিমান। শুক্রবার ১০০ টিরও বেশি বিমান দেরিতে ওড়ে। এর ফলে কলকাতা বিমানবন্দরেও দিল্লি থেকে আসা বিমান দেরিতে পৌঁছচ্ছে।
শুক্রবার থেকেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) ডেটা আদান-প্রদানের সুবিধা প্রদানকারী অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এ কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বা AAI জানাচ্ছে,বিমান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা চলছে। ইতিমধ্যেই সারা দেশে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এএআই জানিয়েছে, বিমানবন্দরের টেকনিক্যাল টিম চেষ্টা করতে যাতে যত তাড়াতাড়ি সম্ভব সিস্টেমটি পুনরুদ্ধার করা যায়।
কলকাতা বিমানবন্দরেও প্রভাব
দিল্লিতে এই প্রযুক্তিগত সমস্যার প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরেও। সূত্রের খবর, গতকাল থেকেই, কলকাতা থেকে দিল্লি যাওয়া ও আসার বিমানও নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। গতকাল থেকে চরম হয়রানি ও ভোগান্তির শিকার বিমানযাত্রীরা। উড়ান ওঠানামার রিয়েল-টাইম আপডেটের জন্য যাত্রীদের তাদের নিজ নিজ বিমান সংস্থার সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
কোন কোন বিমানের যাত্রীরা কোথায় নজর রাখবেন
SpiceJet ও একটি এক্স পোস্টে জানিয়েছেন, যাত্রীদের উড়ান সংক্রান্ত খোঁজখবর রাখার জন্য তাদের ওয়েবসাইট spicejet.com/#status-এ নজর রাখতে বলা হয়েছে। IndiGo ও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লেখা হয়েছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) সিস্টেমের কারিগরি সমস্যার কারণে দিল্লি বিমানবন্দরে বিমান চলাচল বর্তমানে বিলম্ব হচ্ছে। এর ফলে দিল্লি এবং বেশ কয়েকটি এলাকার বিমান চলাচল প্রভাবিত হয়েছে। IndiGo জানিয়েছে, তাদের ক্রু এবং গ্রাউন্ড টিম জোরকদমে কাজ করছে। ফ্লাইটের সর্বশেষ আপডেটের জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। যাঁরা এয়ারইন্ডিয়ার টিকিট কেটেছেন, তাঁরা বিমানবন্দরে যাওয়ার আগে নজর রাখুন https://airindia.com/in/en/manage/flight-status.html এ।