ভোপাল : বিরোধীদের মেগা বৈঠক (Opposition Meeting) সেরে ফেরার পথে বিপত্তি। সনিয়া গাঁধী (Sonia Gandhi)-রাহুল গাঁধীকে (Rahul Gandhi) নিয়ে যে বিমানে উড়েছিল, জরুরি অবতরণে (Emergency Landing) বাধ্য হল সেটি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের (Bhopal) ওপর দিয়ে উড়ে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার মাঝে পড়ে বিমানটি (Flight)। টার্বুলেন্সের কারণে ভোপালে আপদকালীন অবতরণে বাধ্য হয়। যদিও বিমানটির গন্তব্য নিয়ে কোনও তথ্য সামনে আসেনি।


জরুরি অবতরণের খবর পেয়েই ভোপালের বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। ভোপালের পুলিশ কমিশনার হরিনায়ারণ চরি মিশ্র জানান, জরুরি অবতরণের পর বেশ খানিকক্ষণ বিমানবন্দরেই থাকতে হয়েছিল বিমানটিকে। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর সাড়ে নটা নাগাদ বিমানটি ফের বিমানবন্দর ছেড়ে উড়ে যায়।


প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election) রাজ্যে বেলাগাম হিংসাকে কেন্দ্র করে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) ক্রমাগত নিশানা করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর তার মাঝেই বেঙ্গালুরুতে সনিয়া গাঁধী, রাহুল গাঁধী (Rahul Gandhi), মল্লিকার্জুন খাড়গের মতো কংগ্রেস (Congress) শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক টেবিলে বসে বিজেপি বিরোধী লড়াইয়ের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। যার আগে থেকেই বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে। পাটনার পর বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে (Opposition Meeting) ঠিক হয়েছে জোটের নাম হবে- INDIA। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। 


পাটনায় বিরোধী জোটের বৈঠকের ঠিক আগে বরযাত্রী আছে অথচ বর নেই বলে খোঁচা দিয়েছিল বিজেপি। গেরুয়া শিবির প্রশ্ন তুলেছিল বিরোধী শিবিরের মুখ নিয়েও। যে বৈঠকের পরই মজার ছলে লালুপ্রসাদ যাদব রাহুলকে বিয়ে করে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সবাই বরযাত্রী যেতে চান বলেই হাসির রোল তুলেছিলেন ভারতীয় রাজনীতিতে পোড় খাওয়া নেতা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল, মজার আড়ালে আসলে বিরোধী জোটের 'বর' বা মুখ হওয়ার বার্তাই রাহুলকে ছুড়ে দিতে চেয়েছিলেন লালু। আর বেঙ্গালুরুতে বিরোধীদের দ্বিতীয় বৈঠকের পর মমতার মুখে রাহুলকে 'ফেভারিট' তকমা ও অরবিন্দ কেজরিওয়ালের কংগ্রেসের প্রশংসা সামনে আনল নতুন সম্ভাবনা। তাহলে কি রাহুলকেই সামনে রেখে লড়তে নামবে বিরোধী জোট। উত্তর দেবে সময়।