নয়াদিল্লি: ব্রডব্যান্ড পরিষেবায় আজ থেকে বেশ কয়েকটি প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। রিলায়েন্স জিও-কে টক্কর দিতে ব্রডব্যান্ড পরিষেবায় ৫টি নতুন স্কিম এনেছে এয়ারটেল এক্সট্রিম ফাইবার। যাতে ১ জিবিপিএস পর্যন্ত স্পিড এবং ৩৯৯৯ টাকা মূল্যের এয়ারটেল বক্স থাকছে। নতুন প্যাকগুলিতে থাকছে আকর্ষণীয় অফার। কোনও টাকা ছাড়াই এই স্কিমের যে কোনও একটি নিলে আপনার মুঠোফোনে বন্দি হয়ে যাবে ডিসনি-হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং জি ফাইভ। আরও একটি সুবিধা থাকছে গ্রাহকদের জন্য। সবকটি প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে।


প্ল্যান শুরু ৪৯৯ টাকা থেকে। এতে ৪০ এমবিপিএস স্পিডে আনলিমিটেড ডেটা থাকছে। ৩৯৯৯ টাকা মূল্যের এয়ারটেল বক্সও দেবে সংস্থা। ফ্রি থাকছে ডিসনি-হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং জি ফাইভ।

৪৯৯ এর পরের প্ল্যান ৭৯৯ টাকা। এই স্কিমে স্পিডটা আরও বেশি। স্পিড হবে ১০০ এমবিপিএস। বাকি সব ফিচার এক।

৯৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে ২০০ এমবিপিএস স্পিডে। আর সব সুবিধা উপরোক্ত স্কিমগুলির সঙ্গে এক।

১৪৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে ৩০০ এমবিপিএস স্পিডে।৩৯৯৯ টাকা মূল্যের এয়ারটেল বক্স। ফ্রি থাকছে ডিসনি-হটস্টার, অ্যামাজন প্রাইম ভিডিও এবং জি ফাইভ।

৩৯৯৯ টাকার ব্রডব্র্যান্ড প্ল্যান নিলে গ্রাহক ১ জিবিপিএস পর্যন্ত স্পিড ও আনলিমিটেড ডেটা পাবেন। বাকি সব ফিচার এ ক্ষেত্রেও এক।

আজ রাজ্যে লকডাউন। পুরোপুরি ঘরবন্দি থাকতে হবে। কিন্তু মোবাইলের মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে অর্থাৎ ভার্চুয়াল জগতের সঙ্গে আপনি কিন্তু পুরোপুরি কানেকটেড। ফলে মন চাইলে আজ লকডাউনের দিনে নতুন স্কিম বেছে নিন। ঘরে বসে বোর না হয়ে একগুচ্ছ ওটিটি প্ল্যাটফর্মে চোখ রেখে ভাইব্র্যান্ট করে তুলুন নিজেকে।