সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে অন্যতম চর্চার বিষয় মাদক-যোগ। তদন্তে নেমে এনসিবি ইতিমধ্যেই গ্রেফতার করেছে রিয়া চক্রবর্তীকে, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূরের মত তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই ইস্যুতে উত্তপ্ত হয়েছে সংসদও। শনিবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমার মাদক যোগ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানালেন। নিজের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছে তিনি মুখ খুললেন ফিল্ম ইন্ডাস্ট্রির মাদক-যোগ নিয়ে। তিনি বলেছেন, আজ আমি আপনার সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে কথা বলছি। গত কয়েক সপ্তাহে অনেক কিছুই বলা হয়েছে, সর্বত্রই একটা নেতিবাচক মনোভাব। আমি বুঝতে পারি না, কার সঙ্গে কতটা কথা বলব। দেখুন, আমাদের তারকা বলা হয়, তবে আপনি আপনার ভালবাসা দিয়ে বলিউড তৈরি করেছেন। আমরা কেবল একটি শিল্প নই, আমরা আমাদের সংস্কৃতি, মূল্যবোধকে চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়েছি।
অক্ষয় বলেছেন, আজকের পরিস্থিতিতে যদি আপনাদের রাগ হয়ে থাকে, তা হলে সেই রাগ আমাদের মনেও রয়েছে। সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পর থেকে এমন অনেক কিছুই সামনে আসছে। সেগুলি আপনাদের যেমন কষ্ট দিয়েছে, তেমনই আমাদেরও দিয়েছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু ত্রুটিবিচ্যুতি রয়েছে, সেগুলির দিকে নজর দেওয়া জরুরি। বর্তমানে মাদক যোগ নিয়ে অনেক আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বুকে হাত রেখে কী ভাবে বলব, এই সব অভিযোগ ঠিক নয়।
অক্ষয়ের কথায়, আমি বিশ্বাস করি যে পথে তদন্ত এগোচ্ছে এবং আদালত এ বিষয়ে যা পদক্ষেপ করেছে তা পুরোপুরি ঠিক। তবে হাতজোড় করে আমি বলি, এমন কিছু করবেন না, যাতে ইন্ডাস্ট্রির বদনাম হয় এবং লোকে ইন্ডাস্ট্রিকে খারাপ চোখে দেখে।