মস্কো : ভয়াবহ দুর্ঘটনা। ইউক্রেন সীমানার কাছে ভেঙে পড়ল রাশিয়ার সামরিক বিমান। দুর্ঘটনায় ৭৪ জনেরই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই ৭৪ জনের মধ্যে ৬৫ জন যুদ্ধবন্দী ও ৬ ক্রু মেম্বার-সহ ৯ জন ছিলেন। স্থানীয় গভর্নর টেলিগ্রামে পোস্টে জানিয়েছেন, "কোরোচানস্কি জেলায় ভেঙে পড়েছে একটি পরিবহন বিমান। গ্রামের কাছে মাঠে ভেঙে পড়ে বিমানটি। বিমানে যাঁরা ছিলেন, তাঁরা প্রত্যেকেই মারা গেছেন।"


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলছে, ইউক্রেনের ৬৫ জন বন্দী, ৬ জন ক্রু মেম্বার-সহ আরও তিনজন ছিলেন IL-76 কার্গো বিমানে। পরিকল্পিত এই উড়ান স্থানীয় সময় ১১টা নাগাদ ভেঙে পড়ে। মন্ত্রকের তরফে বলা হচ্ছে, আদান-প্রদানের জন্য ওই বন্দীদের নিয়ে যাওয়া হচ্ছিল বেলগোড়া এলাকায়। এদিকে দুর্ঘটনার পর রাশিয়ার দুই আইন-প্রণেতা কোনও প্রমাণ ছাড়াই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, ইউক্রেন সেনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটিকে গুঁড়িয়ে দিয়েছে।


প্রসঙ্গত, এই IL-76 কার্গো বিমান একটি সামরিক বিমান। যেটা তৈরি করা হয়েছে বাহিনীকে স্থানান্তর করার জন্য, কার্গো পরবিহন ও সামরিক সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র স্থানান্তরের জন্য। বিমানটি ৯০ জন যাত্রীকে নিয়ে যেতে সক্ষম।  


ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জড়িত দুর্ঘটনায় : রিপোর্ট


স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকোভ বলেন, বেলগোড়ো শহরের উত্তর-পশ্চিমে কোরোচানস্কি জেলায় একটা ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থল খতিয়ে দেখতে যান। তিনি জানান, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ক্রেমলিনের তরফে বলা হয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইউক্রেন সেনা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। যার ফলে ভেঙে পড়ে বিমানটি। অন্যদিকে যুদ্ধবন্দী সম্পর্কিত কাজে জড়িত ইউক্রেনের কোঅর্ডিনেশন হেডকোয়ার্টারের তরফে বলা হয়েছে, তারা দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে। এর বেশি কোনও তথ্য তারা এখনই দিতে পারেনি। তবে ইউক্রেনের তরফে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, কোনও বিষয় খতিয়ে না দেখেই যেন তথ্য না দেওয়া হয়।


প্রসঙ্গত, ইউক্রেনের সীমান্তের কাছে রয়েছে বেলগোড়ো এলাকা। সাম্প্রতিক সময়ে এই এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে ইউক্রেন। এর আগে ডিসেম্বর মাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেন। যার জেরে ২৫ জনের মৃত্যু হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে