News Live: অশান্তির আঁচ পশুপতি নাথ মন্দিরে, লুঠপাট, ভাঙচুরের চেষ্টা, এলাকা ঘিরল সেনা

News Live Update: জেন জি-বিক্ষোভকে ঘিরে অশান্ত নেপাল। গুলির নির্দেশ দেওয়া ডিএসপিকে পিটিয়ে খুন। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা। 

ABP Ananda Last Updated: 10 Sep 2025 03:02 PM

প্রেক্ষাপট

অগ্নিগর্ভ নেপাল। লুঠপাট, অগ্নিকাণ্ড রুখতে কড়া হুঁশিয়ারি দিয়ে বিবৃতি জারি নেপালি সেনাবাহিনীর। রাত ১০টা থেকে নিয়ন্ত্রণে নামল বাহিনী। পশুপতিনাথ মন্দির ঘিরল সেনা।জেন জি-বিক্ষোভকে ঘিরে অশান্ত নেপাল। গুলির নির্দেশ দেওয়া ডিএসপিকে...More

News Live: নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা

নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা
নেপালের প্রধানমন্ত্রী ওলি-র পদত্যাগের পরেও থামছে না হিংসা!
কাঠমাণ্ডুতে ফের রাস্তায় নেমে প্রতিবাদ-বিক্ষোভ 
বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে নেপাল সেনাবাহিনী 
আজ বিকেল ৫ পর্যন্ত কার্ফু জারি, রাতে শিথিল, জানাল সেনা 
আগামিকাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত ফের কার্ফু, বিবৃতি নেপাল সেনার 
প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন
গতরাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা
শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন সেনাপ্রধানের
বন্ধ নেপালের শেয়ার বাজার, নির্দেশিকা নেপাল স্টক এক্সচেঞ্জের
বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরে লুঠপাট, ভাঙচুরের চেষ্টা
নতুন করে অশান্তি, 
মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরল সেনাবাহিনী
নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ হল পশুপতিনাথ মন্দিরের দরজা