মুম্বই: ছবি নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী পায়েল ঘোষ। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে এই অভিযোগ করেছেন তিনি, নিরাপত্তা চেয়ে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রীর অফিসকে। পায়েল বলিউডে ছবি করেছেন কিন্তু বিশেষ পরিচিত মুখ নন। চলুন, জেনে নিই তাঁর সম্পর্কে কিছু তথ্য।


পায়েলের জন্ম কলকাতায়, ১৯৮৯-এর ১৩ নভেম্বর। স্কটিশচার্চ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে স্নাতক হন তিনি। শোনা যায়, তাঁর সিনেমায় নামার সিদ্ধান্তে তাঁর বাবা মা খুশি ছিলেন না। কিন্তু নায়িকা হওয়ার স্বপ্ন চোখে নিয়ে কলকাতা ছাড়েন তিনি। প্রথম অভিনয়ের সুযোগ পান শন বিন অভিনীত ছোট পর্দার সিনেমা শার্পেস পেরিল-এ। পায়েল করেন গ্রামে বেড়ে ওঠা এক বাঙালি স্বাধীনতা সংগ্রামীর মেয়ের চরিত্র। ছোট চরিত্র ছিল কিন্তু তিনি নজরে পড়েন। এরপর তাঁকে দেখা যায় প্রাণায়াম, বর্ষাধারে ও মিস্টার রাস্কেল-এর মত তেলুগু ও কন্নড় ছবিতে। ২০১৬ সালে টিভি সিরিয়াল সাথ নিভানা সাথিয়াঁ-য় রাধিকার চরিত্রে দেখা যায় তাঁকে।


হিন্দি ছবিতে পায়েল পা রাখেন ২০১৭-য়, প্যাটেল কি পঞ্জাবি শাদি ছবিতে। এতে তাঁর সঙ্গে ছিলেন ঋষি কপূর, পরেশ রাওয়াল, বীর দাস ও প্রেম চোপড়া। এতে তিনি পরেশের মেয়ের ভূমিকায় ছিলেন।


৬ বছর আগের ঘটনা নিয়ে এতদিন বাদে অভিযোগ কেন? পায়েল বলেছেন, মিটুর সময়েও তিনি এ ব্যাপারে বলার চেষ্টা করেন। কিন্তু বাড়ির লোক তখন মুখ খুলতে দেননি, বলেছিলেন, চুপ করে থাক, নয়তো তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। অনুরাগকে ট্যাগ করে তিনি পোস্ট করেছিলেন কিন্তু ডিলিট করে দিতে হয়।


অনুরাগ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান নেওয়াতেই তাঁকে এভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।