Viral Video: বিমানবন্দরেই হঠাৎ দাউদাউ আগুন বিমানে। গতকাল বৃহস্পতিবারে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন ধরে যায়। বাধ্য হয়ে আতঙ্কিত যাত্রীদের সুরক্ষিত রাখতে বের (American Airlines) করে আনা হয় বিমানের ডানায়, সেখানেই সার বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সকলকে। গন্তব্য ছেড়ে ডেনভারে রাস্তা বদল করে আসার পরেই হঠাৎ প্রবল বিস্ফোরণে আগুনের শিখা (Viral Video) জ্বলে উঠতে দেখা যায় বিমানে। তবে এই ঘটনায় কেউ আহত হননি এমনটাই জানা গিয়েছে সংবাদসূত্রে। বিমানে আগুন ধরার ভিডিয়ো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

জানা গিয়েছে কলোরাডো স্প্রিংস থেকে রওনা দিয়েছিল এই বিমানটি। গন্তব্য ছিল টেক্সাসের ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। বিবিসি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে মার্কিন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেটর। উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই বিমানের ক্রিউ সদস্যরা বিমানচালককে জানান যে ইঞ্জিনে কম্পন অনুভব করা যাচ্ছে কোনও এক বিশেষ কারণে। তারপর ডেনভার বিমানবন্দরে ল্যান্ড করে বিমানটি এবং সেখানে গেটের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়েই একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। স্লাইড দিয়ে সমস্ত যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যে এই বিমানটি ছিল বোয়িং ৭৩৭-৮০০ যাতে মোট ১৭২ জন যাত্রী ছিলেন, সঙ্গে ৬ জন ক্রু সদস্য ছিলেন। বিবিসি জানিয়েছে যে সমস্ত যাত্রীকেই সফলভাবে উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর থেকে একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে পুরু কালো ধোঁয়ার আস্তরণ ঘিরে ধরেছে গোটা বিমানবন্দরকে। আকাশে উঠে যাচ্ছে সেই কালো ধোঁয়া।

নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যম জানিয়েছে, 'সমস্ত যাত্রীদের সরিয়ে আনা হয়েছে সঠিক সময়ে এবং স্লাইডার ডিপ্লয় করা হয়েছে।' এই যাত্রীবাহী বিমানটি কলোরাডো বিমানবন্দরের গেট সি৩৮-এ পার্ক করা হয়েছিল যখন এতে আগুন ধরে যায়। তবে এখনও পর্যন্ত কেন হঠাৎ বিমানে আগুন ধরল তা জানা যায়নি। আরেকটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, বোয়িং বিমানের ডানায় দাঁড়িয়ে রয়েছেন সমস্ত যাত্রীরা। কারও কারও হাতে ব্যাগ ধরা, বিমানের নিচ থেকে আগুনের শিখা জ্বলতে দেখা যাচ্ছে। আবার একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বিমানবন্দরের কর্মীরা সেই আগুন নেভাতে সহায়তা করছেন।    

আরও পড়ুন: রাগবি বলের মত বড় টিউমর বেরোল মহিলার পেট থেকে ! অবাক সার্জেনরাও