নয়াদিল্লি: করোনার জেরে নিতান্ত প্রয়োজন ছাড়া মেট্রো চড়া থেকে যাত্রীদের বিরত থাকার পরামর্শ দিল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন বা ডিএমআরসি। প্রতিটি মেট্রো স্টেশনে যাত্রীদের ইচ্ছেমত থার্মাল স্ক্যানিং করা হবে বলে তারা জানিয়েছে। যদি কারও জ্বর বা শরীরে করোনাভাইরাসের কোনও লক্ষণ থাকে, তবে তাঁকে চিকিৎসা ও কোয়ারান্টাইনের জন্য পাঠাবে মেট্রো কর্তৃপক্ষ।


৮ পয়েন্টের একটি নির্দেশিকা জারি করেছে ডিএমআরসি। দেখুন সেই নির্দেশিকা

  • নেহাত দরকার ছাড়া মেট্রো ব্যবহার করবেন না।

  • একে অপরের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখুন। মেট্রো বা স্টেশনে থাকাকালীন অন্যের থেকে দূরত্ব রাখুন অন্তত ১ মিটার। অর্থাৎ মেট্রোয় দাঁড়াবেন না, একটি অন্তর একটি আসন ফাঁকা রাখবেন।

  • সব মেট্রো স্টেশনে থার্মাল স্ক্যানিং হবে, যে কোনও সময়ে, যে কোনও যাত্রীর। জ্বর বা করোনার অন্য কোনও লক্ষণ দেখা গেলে সেই যাত্রীকে চিকিৎসা ও কোয়ারান্টাইনে পাঠানো হবে।

  • যে সব স্টেশনে ভিড় রয়েছে, অর্থাৎ ১ মিটারের কম ব্যবধানে যাত্রীরা দাঁড়িয়েছেন, সে সব স্টেশনে নাও থামতে পারে মেট্রো।

  • পরিস্থিতির ওপর নির্ভর করবে, কতক্ষণ অন্তর অন্তর ট্রেন চলবে।

  • সফরের সময় ও মেট্রো স্টেশন চত্বরে স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে চলুন, যাকে করোনা সংক্রমণ রোখা যায়।

  • যাঁদের শরীরে করোনার মত লক্ষণ দেখা দিয়েছে, তাঁদের মেট্রো বা অন্য গণপরিবহণ ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে।

  • এই আন্তর্জাতিক সঙ্কটের মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন, ধৈর্য বজায় রাখুন।


গতকালই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এ দেশের চতুর্থ নাগরিক।