নয়া দিল্লি: করোনার নয়া রূপের পরপর দাপটে বিপর্যস্ত গোটা বিশ্ব। এবার ওমিক্রন ঝড়ে ক্ষতিগ্রস্ত রাশিয়া (Russia)। রবিবার রেকর্ড সংখ্যাক আক্রান্ত হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশে। এই নিয়ে টানা তিনদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছে। সে দেশের ন্যাশনাল করোনাভাইরাস টাস্ক ফোর্স জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ২০৫ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবারের আক্রান্তের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।  


টাস্ক ফোর্সের তরফে এও জানান হয়েছে যে গত সপ্তাহের তুলনায় বেড়েছে মৃত্যু হারও। রবিবার ৬৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন। সে দেশের ৮৯টি অঞ্চলের মধ্যে ৬৪টি এলাকায় ওমিক্রন ধরা পড়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ রাশিয়ায় প্রভাব বিস্তার করছে ওমিক্রন।                                                     


যদিও ১৪৬ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশির সম্পূর্ণ টিকাকরণ হয়েছে বলে জানা গিয়েছে সে দেশে। রাশিয়া বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন উৎপাদক। বিশ্বব্যাপী তাঁরাই প্রথম এই টিকা সরবরাহ করেছিল। Gogov.ru ওয়েবসাইট থেকে জানা যায় জুলাই থেকে বুস্টার ডোজ চালু হয়ে গিয়েছে। অর্থাৎ অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে রাশিয়া। ১০ জানুয়ারি থেকে রাশিয়ায় প্রতিদিন নতুন সংক্রমণ ক্রমাগতভাবে বেড়ে চলেছে।              


এদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লক্ষ ৯৫ হাজার ৬৭২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩৫ কোটি ৮ লক্ষ ৯০ হাজার ৬৩৫। এরই মধ্যে ব্রিটেনের তরফে জানান হয়েছে বিশ্বজুড়ে ওমিক্রন আবহের মাঝেই প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের আরও একটি উপপ্রজাতি। যাকে- 'চোরা ওমিক্রন' নাম দিয়েছে গবেষকরা। জিনোমিক সিকোয়েন্সসিং-এ ধরা পড়েছে এই নয়া সাব-স্ট্রেনটি। বলা হচ্ছে, এই 'চোরা ওমিক্রন'কে আরটি পিসিআর টেস্টেও ধরা যাচ্ছে না। ব্রিটিশ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে নয়া বিএ.২ ভ্যারিয়েন্টটি নিয়ে ফের চিন্তা বাড়ছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার মধ্যে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন।