বাঁকুড়া: একুশের নির্বাচনের আগে রাজ্যে অমিত শাহ। প্রথম দিন মধ্যাহ্নভোজ করলেন বাঁকুড়ার আদিবাসী পরিবারের সঙ্গে।


এদিন চতুরডিহি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বিভীষণ হাঁসদার দুপুরের বাড়িতে খাবার খান অমিত শাহ। তার জন্য আজ সকাল থেকে ওই বাড়িতে ছিল চূড়ান্ত ব্যবস্থা।


বাড়ি সাজানো হয়েছে আদিবাসী রীতিতে। পাতে ছিল -- সরু চালের ভাত, ডাল, আলুপোস্ত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শেষপাতে মিষ্টি।


অমিত চলে যাওয়ার পর বিভীষণ হাঁসদা জানান, অমিত তাঁকে পাশে বসান। বললেন, একসঙ্গে খেলাম, কিন্তু কথা বলার সুযোগ পেলাম কোথায়, আদিবাসী সংস্কৃতি মেনে আপ্যায়ন।


গোটা বিষয়টিকে স্টান্টবাজি বলে কটাক্ষ করেছে তৃণমূল। শুক্রবারও রাজ্যে অমিত শাহর একগুচ্ছ কর্মসূচি রয়েছে।