নয়াদিল্লি : অপারেশন মহাদেব, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিরোধীদের প্রশ্ন, অভিযোগের উত্তর দেওয়ার পাশাপাশি আগাগোড়া কংগ্রেসকে বিঁধে গেলেন অমিত শাহ। এমনকী পাকিস্তানের জন্মর জন্যও কংগ্রেসের ঘাড়েই চাপালেন দায়কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুললেন, যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান, ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী দেশ, কিন্তু বিরোধীরা খুশি নয় কেন? প্রশ্ন তুললেন, UPA সরকার ক্ষমতায় থাকা কালীন ২৭ টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু আপনারা কী করেছেন ? তিনি আরও বলেন, 'সন্ত্রাসবাদের মূলে হল পাকিস্তান। আর পাকিস্তান হল কংগ্রেসের ভুল। যদি তারা দেশভাগ মেনে না নিত, তাহলে আজ পাকিস্তান থাকত না...'

মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের উদ্দেশে একের পর এক আক্রমণ শানান। একদিকে যখন সংসদে, কংগ্রেস সাংসদরা প্রশ্ন তুলেছেন,চোখের সামনে প্রিয়জনদের খুন হতে হয়েছে , পর্যটকদের কীভাবে ভগবানের ভরসায় ছেড়ে দিল সরকার? এর দায় কী এড়াতে পারেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী? তখন অতীতে কংগ্রেস আমলে একাধিক নিরাপত্তা ব্যর্থতার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন শাহ। সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিক্রিয়া দুর্বল ছিল বলে অভিযোগ করেছেন তিনি। এদিন শাহ বলেন, "মনমোহন সিং যখন সরকার চালিয়েছেন, সেই সময় যেভাবে সন্ত্রাসবাদীরা এসে ভারতীয়দের হত্যা করে চলে গেছে আর আমরা চুপ করে বসে থেকেছি। এখন আর এটা হয় না। কংগ্রেসের আমলে যারা ভারতের রক্ত ঝরিয়েছিল, আমরা সেই সন্ত্রাসবাদীদের হত্যা করেছি..."

অমিত শাহ বলেন, "গতকাল, কংগ্রেস প্রশ্ন তুলেছিল কেন যুদ্ধ করল না ভারত, কেন সংঘর্ষবিরতি ঘোষণা করা হল...আজ, পাক অধিকৃত কাশ্মীরের অস্তিত্বের জন্য দায়ী জওহরলাল নেহরুই। ১৯৬০ সালে, তারা সিন্ধু নদীর ৮০% জল পাকিস্তানকে দিয়েছিল। ১৯৭১ সালে, সিমলা চুক্তির সময়, কংগ্রেস পাক অধিকৃত কাশ্মীরের কথা ভুলে গিয়েছিল। যদি তারা তখন পাক অধিকৃত কাশ্মীর দখল করত, তাহলে আমাদের এখন সেখানকার জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালাতে হত না..." স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে ২৭টি সন্ত্রাসবাদী হামলা হয়। মারা যান সহস্রাধিক মানুষ। কংগ্রেস সরকার কী করেছিল? তারা কেবল পাকিস্তানে ডসিয়র পাঠিয়েছিল। " পাশাপাশি তুলনা টেনে শাহ বলেন, "আপনার আমলে যারা লুকিয়ে ছিল, আজ তাদের তল্লাশি করে হত্যা করা হচ্ছে। ''

 প্রিয়ঙ্কা গাঁধীর জবাবএদিন অমিত শাহ ও রাজনাথ সিং বক্তব্য রাখার পর বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী। তিনি পাল্টা প্রশ্ন করেন, " গতকাল, প্রতিরক্ষামন্ত্রী এক ঘন্টা ধরে বক্তব্য রেখেছিলেন,।  তিনি সন্ত্রাসবাদ, দেশকে রক্ষা করার বিষয়ে অনেক কথা বলেন। ইতিহাসের একটি পাঠও দেন।  কিন্তু একটি জিনিস বাদ পড়ে যায় তাঁর বক্তব্য থেকে। তিনি বলেননি পহেলগাঁওতে আক্রমণটি ঘটলকীভাবে?..." তিনি প্রশ্ন তোলেন, ''১ ঘণ্টার অপারেশন পর্বে বৈসরণে কোনও নিরাপত্তা বাহিনী দেখা যায়নি, এর দায় কি NSA এড়াতে পারেন?''