Bachchan Family Health Live Updates: অমিতাভের বাড়ির ২৬ জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ

বৃহন্মুম্বই পুরনিগমের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, অমিতাভের বয়স ৭৭, পূর্ব অসুস্থতাও রয়েছে। ফলে উদ্বেগ একটা রয়েছেই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Jul 2020 01:00 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: শাহেনশার প্রাসাদেও করোনা হানা দিল!অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে ভেঙে পড়েছে বলিউড। চতুর্দিক থেকে আসছে শুভেচ্ছা বার্তা, দ্রুত আরোগ্য কামনা। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আশা...More

সামান্য স্বস্তি বচ্চন পরিবারে। জলসার ২৬ জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ। ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশ। অভিষেকের ডাবিং স্টুডিওর ৬ কর্মীও কোয়ারেন্টিনে।