- Home
-
খবর
Bachchan Family Health Live Updates: অমিতাভের বাড়ির ২৬ জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ
Bachchan Family Health Live Updates: অমিতাভের বাড়ির ২৬ জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ
বৃহন্মুম্বই পুরনিগমের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, অমিতাভের বয়স ৭৭, পূর্ব অসুস্থতাও রয়েছে। ফলে উদ্বেগ একটা রয়েছেই।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
13 Jul 2020 01:00 PM
সামান্য স্বস্তি বচ্চন পরিবারে। জলসার ২৬ জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ। ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশ। অভিষেকের ডাবিং স্টুডিওর ৬ কর্মীও কোয়ারেন্টিনে।
পুরসভার সূত্রে জানা গিয়েছে, শেষ ১৪ দিনে বচ্চন পরিবারের সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে।
করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সায় সাড়া দিচ্ছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। ফুসফুসে সংক্রমণ ধীরে ধীরে কমছে। অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হচ্ছে। করোনা আক্রান্ত অভিষেক বচ্চনেরও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সায় সাড়া দিচ্ছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। ফুসফুসে সংক্রমণ ধীরে ধীরে কমছে। অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হচ্ছে। করোনা আক্রান্ত অভিষেক বচ্চনেরও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, চিকিত্সায় সাড়া দিচ্ছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। ফুসফুসে সংক্রমণ ধীরে ধীরে কমছে। অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হচ্ছে। করোনা আক্রান্ত অভিষেক বচ্চনেরও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
গতকাল রাত থেকে অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর থেকেই অগণিত ভক্ত তো বটেই চলচ্চিত্র, ক্রীড়া, ব্যবসা ইত্যাদি নানা ক্ষেত্রের মানুষজন সোশ্যাল মিডিয়ায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন, মেগাস্টারের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানিয়েছেন। সেই আবেগে সামিল দক্ষিণের সুপারস্টার কমল হাসানও। তিনিও ট্যুইট করে দ্রুত সেরে ওঠার প্রার্থনা করলেন অমিতাভ ও অভিষেক বচ্চনের জন্য। লিখলেন, আমার আশা সিনিয়র, জুনিয়র উভয় বচ্চনই দ্রুত সেরে উঠবেন। উনি যে ডাক্তারদের চিকিৎসায় রয়েছেন তাঁদের প্রতি আমি আস্থাশীল। আমার মতোই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক শিল্পী, কলাকুশলীই প্রার্থনা করছেন ভারতীয় ছবির আইকন বচ্চন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট শোয়েব আখতারের।
অমিতাভের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট শোয়েব আখতারের।
ট্যুইট করে অমিতাভ ও অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করলেন লতা মঙ্গেশকর।
ট্যুইট করে অমিতাভ ও অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করলেন লতা মঙ্গেশকর।
অমিতাভর সুস্বাস্থ্য কামনায় ট্যুইট করেছেন দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী-সাংসদ হেমা মালিনীও। হেমা লিখেছেন, অমিতজির করোনা রিপোর্ট পজিটিভ। তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সুস্থতা কামনা করি। আমি নিশ্চিত সকলের প্রার্থনায় তিনি এই দুঃসময় কাটিয়ে উঠবেন।
অমিতাভ ও অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।
ঐশ্বর্য-আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। বাড়িতে থেকেই তাঁদের দু’জনের চিকিৎসা সম্ভব। জানালেন বিএমসি-র ডাক্তার।
ঐশ্বর্য-আরাধ্যাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। বাড়িতে থেকেই তাঁদের দু’জনের চিকিৎসা সম্ভব। জানালেন বিএমসি-র ডাক্তার।
ঐশ্বর্যা ও আরাধ্যাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চলবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ।
ঐশ্বর্যা, আরাধ্যার লক্ষণ খুব বেশি নয়। অভিষেকের করোনা ছড়িয়েছে সম্ভবত ডাবিং স্টুডিও থেকে। তাঁর থেকে করোনা হয়েছে অমিতাভের।
প্রথমে নেগেটিভ এলেও পরে জানা যায়, রিপোর্ট পজিটিভ।
ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ।
যে হাসপাতালে অমিতাভ ও অভিষেক ভর্তি, সেই নানাবতীর বাইরে নিরাপত্তা মজবুত করল মুম্বই পুলিশ। জুহুতে মুম্বইয়ের দুটি বাংলোর বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। অমিতাভ ভর্তি হওয়ার পর থেকে ভিলে পার্লে (ওয়েস্ট)-এর এই হাসপাতালের বাইরে বেশ কয়েকজন ভিড় করেন। তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়েছে, রাস্তাতে দাঁড়িয়ে থাকতেও বারণ করা হয়েছে, জানিয়েছে পুলিশ।
ঐশ্বর্য রাই বচ্চন, জয়া বচ্চন ও ঐশ্বর্যের মেয়ে আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গত রাতে র্যা পিড অ্যান্টিজেন কিট দিয়ে তাঁদের করোনা পরীক্ষা হয়। তবে তাঁদের ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। ১৪ দিন পর ফের হবে করোনা পরীক্ষা। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর এ কথা জানিয়েছেন।
অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট সেছে। দুজনেরই রিপোর্ট পজিটিভ।
অভিষেক ব্রিদ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছিলেন। যে ডাবিং স্টুডিওতে এর কাজ হচ্ছিল, সেই সাউন্ড এন ভিশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টুডিওতে দেখা যায় অভিষেককে।
অমিতাভ, অভিষেক দুজনেরই শারীরিক অবস্থা আগের থেকে ভাল। তাঁরা রাতে ভাল ঘুমিয়েছেন, সকালে ব্রেকফাস্ট করেছেন। গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ নিয়ন্ত্রণে রয়েছে।
করোনা আক্রান্ত অভিনেতা অনুপম খেরের মা। ভর্তি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সংক্রমিত অভিনেতার ভাই, ভ্রাতৃবধূ ও ভাইঝিও। নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন অনুপম খের। পরিবারের সকলেরই মৃদু উপসর্গ রয়েছে। অভিনেতা জানিয়েছেন, তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
সূত্রের খবর, সম্প্রতি অমিতাভ বাড়ির বাইরে বেরিয়েছেন, এমন নজির নেই। তবে কাজের সূত্রে বাইরে বার হন অভিষেক ও বচ্চন পরিবারের কর্মচারীরা। তাঁদের থেকেই সংক্রমণ ছড়িয়েছে কিনা, তা জানার চেষ্টা চলছে।
হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ-অভিষেক - দু’জনেরই সংক্রমণ মৃদু। অমিতাভর সামান্য জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে ভালোই ঘুম হয়েছে বর্ষীয়ান অভিনেতার। জয়া-ঐশ্বর্যর র্যাপিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। রয়েছেন হোম আইসোলেশনে। দু’জনের কোভিড পরীক্ষার রিপোর্ট আজই আসার কথা।
বচ্চন পরিবারের কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রতীক্ষা, জলসা ও জন্নত - বচ্চন পরিবারের এই তিনটি বাংলো জীবাণু মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। গত কয়েকদিনে কারা তাঁদের সংস্পর্শে এসেছেন, তা জানতে আজ বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন পুরসভার আধিকারিকরা।
অমিতাভ ও অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে অমিতাভের ঘুম ভাল হয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আপাতত নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি হওয়ার সময় অমিতাভের শরীরে অক্সিজেনের মাত্রা ৯১ ছিল, স্বাভাবিক মাত্রা যেখানে ৯৫-র ওপর। ২-৩ ঘণ্টা পর অবশ্য অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে যায়।
মুম্বইয়ের বান্দ্রায় অভিনেত্রী রেখার বাংলো সিল করা হল। বাংলোর নিরাপত্তারক্ষী করোনা পজিটিভ। গোটা এলাকা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: শাহেনশার প্রাসাদেও করোনা হানা দিল!
অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে ভেঙে পড়েছে বলিউড। চতুর্দিক থেকে আসছে শুভেচ্ছা বার্তা, দ্রুত আরোগ্য কামনা। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আশা প্রকাশ করেছেন দ্রুত সেরে উঠবেন তিনি।
শুধু অমিতাভ নন, তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত, তাঁরা দুজনে এখন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি। হর্ষ বর্ধন জানিয়েছেন, তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও বচ্চন পরিবার, উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি। তিনি অমিতাভ ও অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বলেছেন, আশঙ্কার কোনও কারণ নেই, তাঁরা শিগগিরই বাড়ি ফিরে আসবেন।
বৃহন্মুম্বই পুরনিগমের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, অমিতাভের বয়স ৭৭, পূর্ব অসুস্থতাও রয়েছে। ফলে উদ্বেগ একটা রয়েছেই। কিন্তু তিনি একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন টুইটারে নিজের রোগের কথা জানিয়ে, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করানোর আবেদন করে। বিগ বির ইচ্ছাশক্তির কথা বলে কিশোরী আরও বলেছেন, কোটি কোটি ভারতীয় এখন প্রার্থনা করছেন, করোনাকে হারিয়ে বাড়ি ফিরবেন পিতা-পুত্র।
জয়া বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনেরও করোনা পরীক্ষা হয়েছে। তবে তাঁদের ফল নেগেটিভ এসেছে বলে খবর। এই মুহূর্তে তাঁরা মুম্বইয়ের জুহুতে জলসা বাংলোয় সেলফ আইসোলেশনে রয়েছেন।