মুম্বই: আজ সারা বিশ্ব তাঁকে চেনে। সুপারহিট ছবি গুণে শেষ করা মুশকিল। অগাধ সম্পত্তি। কিন্তু একদিন ছিল যখন ২ টাকার জন্য স্কুলের ক্রিকেট টিমে নাম লেখাতে পারেননি। স্বীকারোক্তি অমিতাভ বচ্চনের।

সোমবার ’ কোন বনেগা ক্রোড়পতি‘ শো সঞ্চালনা করছিলেন অমিতাভ বচ্চন। সেখানে অংশ নিয়েছিলেন জয় কুরুক্ষেত্র নামের এক ব্যক্তি। ছোটবেলার কথা বলতে গিয়ে গলা ভিজে আসে ওই প্রতিযোগীর। সংসারে অভাব-অনটন ছিল নিত্যসঙ্গী। অমিতাভ বচ্চনকে সে কথা বলতে গিয়ে জয় জানান, একবার স্ন্যাকস কিনতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল। কারণ স্ন্যাক্সের দাম ছিল ৭ টাকা। তাঁর মা তাঁকে মাত্র ৫ টাকা দিতে পেরেছিলেন। ২ টাকার অভাবে কিনতে পারেননি স্ন্যাক্স। জয়ের স্মৃতিচারণায় নিজের মায়ের কথা পড়ে যায় অমিতাভের। স্কুলের ক্রিকেট টিমে নাম লেখানোর খুব ইচ্ছে ছিল। মা তেজি বচ্চনের কাছে গিয়ে বায়না করেন ২টাকার জন্য। কিন্তু মা জানিয়ে দেন, স্কুলের ক্রিকেট টিমে ভর্তি করার মতো ২ টাকা তাঁদের কাছে নেই। এই ঘটনা নাড়া দিয়েছিল ছোট্ট অমিতাভকে। কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি। এরপর অমিতাভ বলেন, ২ টাকার মূল্য কতটা আমি এখনও মনে রেখেছি। এরপরে আবার ফিরে যান ছোটবেলার কথায়। জানান ছোটবেলা থেকে ফোটোগ্রাফির বড় শখ। যখন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন প্রথমবার রাশিয়া গিয়েছিলেন, তখন অমিতাভের জন্য একটি ক্যামেরা কিনে এনেছিলেন। অথচ ততদিনে  অ্যান্টনি অভিনেতা হয়ে গিয়েছেন। তাও বাবার এনে দেওয়া সেই ক্যামেরা আজও সযত্নে রেখে দিয়েছেন তিনি। এমন জিনিস সারাজীবনের সম্পদ বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় কাজ বন্ধ রেখেছিলেন অমিতাভ। কিন্তু রোগের ধাক্কা সামলে আবার ফিরেছেন কেবিসি-র সেটে। কড়া নিয়ম মেনে চলছে শ্যুটিং।