ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ, আজ থেকে ৩ দিন বন্ধ শিয়ালদহ উড়ালপুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2020 07:40 AM (IST)
পরপর তিনদিন ছুটি থাকায়, খুব বেশি যানজট হবে না বলে অনুমান করছে পুলিশ।
কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আজ থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলের একাংশ। শিয়ালদহের বিদ্যাপতি উড়ালপুলের নীচ দিয়ে তৈরি হবে মেট্রোর টানেল। সেই কারণেই আজ, কাল ও রবিবার বন্ধ থাকছে উড়ালপুলের একাংশ। আজ গান্ধী জয়ন্তীর ছুটি। তার সঙ্গে শনি-রবি। পরপর তিনদিন ছুটি থাকায়, খুব বেশি যানজট হবে না বলে অনুমান করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণমুখী গাড়িগুলিকে মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে ঘোরানো হবে। অন্যদিকে, উত্তরমুখী গাড়িগুলিকে মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।