মুম্বই: অভিনয়ে ধারেকাছেই নেই কেউ। গলাও সেধে থাকেন মাঝেসাঝে। চাইলে পুরোদস্তুর গাইয়ে হতেও পারেন। রঙ্গরসেও যে কমতি নেই, তা বুঝিয়ে দিলেন বিনোদনের ‘শাহনেশা’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যে সে নয়, সরাসরি ধনকুবের ইলন মাস্ক-কে (Elon Musk) নিজের ‘ওজন’ বুঝিয়ে গিলেন তিনি।


টাকা দিয়েও ‘ব্লু টিক’ মেলেনি বলে অভিযোগ করেন অমিতাভ


দায়িত্ব হাতে পেয়েই মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারের খোলনলচে বদলে দিয়েছেন মাস্ক (Twitter)। তার আওতায়, ট্যুইটারে বিশিষ্ট হওয়ার সংজ্ঞাও বদলেছে। নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে গেলে ‘ফেলো কড়ি মাখো তেল’ পন্থা নিয়েছে ট্যুইটার। কিন্তু টাকা দিয়েও ‘ব্লু টিক’ মেলেনি বলে অভিযোগ করেন অমিতাভ।


স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভোজপুরীতে মাস্কের উদ্দেশে বার্তা রাঠিয়েছিলেন তিনি। টাকা দিয়েও পরিষেবা মেলেনি বলে জানান। তিনিই যে আসল অমিতাভ, তা লোকে বুঝবেন কী করে, প্রশ্ন তোলেন। হাতজোড় করেছেন, এ বার পা-ও জোড় করতে হবে কিনা, জানতে চান।



আরও পড়ুন: Jaya Bachchan: আদিত্য চোপড়ার বাড়ির সামনে পৌঁছে পাপারাৎজিদের দূরত্ব বজায় রাখার 'নির্দেশ' জয়া বচ্চনের


অমিতাভের সেই ট্যুইটেই কাজ হয়। নামের পাশে ‘ব্লু টিক’ ফেরত পান তিনি। তার পরও যদিও মাস্ক-কে নিয়ে মস্করা করতে ছাড়েননি অভিনেতা। ‘ব্লু টিক’ ফেরত পেয়ে মাস্কের উদ্দেশে লেখেন, ‘মাস্ক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নামের আগে নীরপদ্ম ফিরে পেলাম। কী করে যে অনুভূতি বোঝাই! গান গাইতে মন চাইছে। শুনবেন? শুনেই নিন: ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যায় মাস্ক’।’


'তু চিজ বড়ি হ্যায়...' মাস্ককে গান নিবেদন অমিতাভের


বলা বাহুল্য অমিতাভের এই ট্যুইট ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। এর উত্তরে মাস্ক কিছু লেখেন কিনা, তার অপেক্ষায় অনুরাগীরা। কারণ ট্যুইটারে অন্যতম জনপ্রিয় ভারতীয় তারকা অমিতাভ। ট্যুইটারে তাঁর অনুরাগীর সংখ্যা ৪ কোটি ৮০ লক্ষেরও বেশি। ট্যুইটারে বরাবরই সক্রিয় অমিতাভ। তাঁর নামের পাশ থেকে 'ব্লু টিক' সরে যাওয়ায় হতাশ হয়েছিলেন অনুরাগীরাও। কিন্তু ফের স্বমহিমায় অধিষ্ঠিত হলেন 'বিগ বি'।