Amritsar News Update: ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যেই অমৃতসর সীমান্তে চাঞ্চল্যকর ছবি। অমৃতসর সীমান্তে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। মিলেছে আড়াই কেজির উপর উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড, পিস্তল, ম্যাগাজিন, ডিটোনেটর। সীমান্তের ওপার থেকে ড্রোনে করে নিয়ে এসে ফেলা হতে পারে বলে সন্দেহ। সীমান্তে উত্তেজনার মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল। BSF ও পঞ্জাব পুলিশের তৎপরতায় উদ্ধার বিপুল অস্ত্র।
ভারতীয় বাহিনীর সতর্কতায় ব্যর্থ এবার নাশকতার চক্রান্ত। পঞ্জাবের অমৃতসরের গ্রামে চাষের জমি থেকে অস্ত্রসস্ত্র উদ্ধার। স্লিপার সেল নিয়ে নাশকতা চালাতে পারে অনুমান গোয়েন্দাদের।
সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘন করে ভারতের দিকে গোলা গুলি ছুড়েছিল পাকিস্তান। ২৪ ঘন্টার মধ্যে সামনে আরও মারাত্মক তথ্য। পাঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তানের অস্ত্র ও বিস্ফোরক পাচারের পর্দাফাঁস করল BSF ও পুলিশ। উদ্ধার হল RDX, হ্যান্ড গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, গুলি। অমৃতসরের আজনালা থানার শেখভাট্টি গ্রামে যৌথ অভিযান চালায় BSF ও অমৃতসর গ্রামীণ পুলিশ। শনিবার পাক সীমান্তবর্তী ওই গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয় ২ কেজি ৭০০ গ্রাম উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, যার মধ্যে ছিল ৯৭২ গ্রাম RDX, ২টি হ্যান্ড গ্রেনেড, ৩০ ক্যালিবারের ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, ২টি ডিটোনেটর, ৮টি ব্যাটারি, ব্ল্যাকবক্স এবং IED সার্কিট। ধাতব তারে জড়ানো হলুদ রঙের প্যাকেটের মধ্যে ছিল অস্ত্র এবং বিস্ফোরক। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই গোলাগুলির আওয়াজ পাচ্ছিলেন। উড়ছিল ড্রোন। এর মধ্যেই চাষের জমিতে মিলল অস্ত্র, বিস্ফোরক। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, পাক-ড্রোন হামলার সময় সীমান্তের ওপার থেকে এইসব অস্ত্র ও বিস্ফোরক এপারে পাঠানো হয়েছে।
এর আগে অমৃতসরের শহিদ ভগৎ সিং নগরে। পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্কের পর্দাফাঁস করে পাঞ্জাব পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে উদ্ধার হয় ২টি রকেট চালিত গ্রেনেড, জোড়া IED, ৫টি P-86 হ্যান্ড গ্রেনেড ও একটি ওয়্যারলেস কমিউনিকেশন সেট, ISI-এর মদতপুষ্ট স্লিপার সেলই এই সমস্ত সরঞ্জাম মজুত করেছিল বলে দাবি পাঞ্জাব পুলিশের।