নয়াদিল্লি: আহত ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া অ্য়াম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দিতে নিজের কনভয়ের গতি কমিয়ে দিলেন ওয়াই এস জগনমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে অমরাবতীর তাড়েপাল্লের বাসভবনে ফিরছিলেন। তখনই তাঁর নজরে পড়ে ভিআইপি কনভয়কে আগে যেতে দেওয়ার জন্য আটকে রয়েছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। গুডাভাল্লির নিদামানুরু পেরনোর সময় মুখ্যমন্ত্রীর কনভয় একটি অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেয়। চাপারথিনা শেখর নামে এক আহত ব্যক্তি ছিলেন তাতে। শেখর বাইকে চেপে উইরু থেকে গান্নাভরম যাওয়ার পথে দুর্ঘটনায় জখম হন।
তাঁকে বিজয়ওয়াড়ায় ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছিল এনএইচএআইয়ের একটি অ্য়াম্বুলেন্স। মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছিল বলে ভিআইপি যান সংক্রান্ত বিধিনিষেধ বহাল ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি আসতেই তিনি নিজের নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দেন, জাতীয় সড়কের ওপর জায়গা করে দিতে যাতে আহত ব্যক্তিকে নিয়ে অ্য়াম্বুলেন্সটি যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছতে পারে।