নয়াদিল্লি: রাতের অন্ধকারে ভয়াবহ বাস দুর্ঘটনা (accident) অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh)। যাত্রীবোঝাই বাস পড়ল খাদে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭।
ঠিক কী ঘটেছে?
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার বকারাপেট ঘাট রোডে (Bhakarapet Ghat Road) ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রী বোঝাই বাস। বিয়েবাড়ির উদ্দেশে রওনা দেওয়া ওই বাসে সেই মুহূর্তে প্রায় ৫০ জন বা তার কিছু বেশি সংখ্যক যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে খবর।
অনন্তপুর জেলার ধর্মবরম অঞ্চল থেকে তিরুপতির (Tirupati) দিকে ছুটছিল বাসটি। আজ সকালে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ওই বাসের সকলে। কিন্তু আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার যাত্রার চেহারাই নিমেষে বদলে গেল। চারিদিকে শুধু হাহাকার। স্বজনহারার কান্না। তিরুপতি থেকে ২৫ কিমি দূরে ওই দুর্ঘটনাস্থল।
ঘটনায় ইতিমধ্যেই ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় ৪৫। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেতেই তিরুপতি থেকে তৎক্ষণাৎ মেডিক্যাল টিম পাঠানো হয় ঘটনাস্থলে।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। রাতের অন্ধকারে গভীরে গিয়ে উদ্ধারকার্য চালাতেও বেশ সমস্যা হয় পুলিশ কর্মী ও দমকল কর্মীদের। এরপর সকালেও চলে সেই উদ্ধারকার্য। আহতদের সঙ্গে সঙ্গে কাছাকাছির হাসপাতালে নিয়ে যাওয়া হয়।