ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: লেডি ডাফরিন হাসপাতালে (Lady Dufferin Hospital) নার্সের শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। কাঠগড়ায় উঠলেন এক চিকিৎসক (Doctor)। এই ঘটনায় গতকাল অর্থাৎ শনিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় নার্সদের একটি সংগঠন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছেন চিকিৎসক।
ফের উত্তপ্ত লেডি ডাফরিন হাসপাতাল
২ দিন আগে যে চিকিৎসকের বিরুদ্ধে টাকা নিয়ে সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছিল, এবার তাঁর বিরুদ্ধেই এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আর তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতাল।
শনিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় নার্সেস ইউনিটি। অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে সরব হয় নার্সদের সংগঠন। লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের এক নার্সের অভিযোগ, ২৩ তারিখ সন্ধেয় OT-তে ঢোকার আগে রাজেশ বিশ্বাস নামে এক চিকিৎসক তাঁর গায়ে হাত দেন। তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী অশ্লীল ইঙ্গিতও করা হয়।
এরপরই মুচিপাড়া থানার দ্বারস্থ হন ওই নার্স। চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। নার্সেস ইউনিটির তরফে ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, 'নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সবার সঙ্গে কথা বলেছি কিন্তু ডাক্তারকে বাঁচানোর চেষ্টা চলছে। আমরা লড়াই করব।'
অন্যান্য অভিযোগ
এর আগে রাজু মহেশ নামে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক অস্থায়ী কর্মী অভিযোগ করেছিলেন, ২৩ তারিখ ১২ হাজার টাকা নিয়ে তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন লেডি ডাফরিন ভিক্টোরিয়া হাসপাতালের চিকিত্সক রাজেশ বিশ্বাস।
যেদিন এই অভিযোগ উঠছে, সেদিনই এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওই একই চিকিৎসকের বিরুদ্ধে। এবিষয়ে অভিযুক্ত চিকিৎসক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ রটানো হচ্ছে।
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে পুলিশকে যথাযথ সহযোগিতা করা হবে।