দীপাবলি কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোররাতে যাত্রীবোঝাই বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বহু মানুষ। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে । তাতে মারা গিয়েছেন বাসের অন্তত ১২ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে, একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে। দুর্ঘটনার সময় চালক ও সহকারীসহ বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কমপক্ষে ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীরও।
পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে কালেশ্বরম ট্রাভেলসের বাসটির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। তাতে বাসটিতেই আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক ও সহকারীসহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, বাসটির ঠিক নিচে দু-চাকার গাড়িটি আটকে যায়, যার ফলে আগুন লেগে যায় । পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। আগুন লাগার সঠিক কারণ খুঁজছে পুলিশ । যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে ফেলতে হয়। যারা কাচ ভাঙতে পেরেছিল, তারাই পালিয়ে যেতে পেরেছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলেন। তাই আগুন থেকে বাঁচতে পারেনি অনেকে। হতাহতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
অন্ধ্রপ্রদেশের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে, মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি লিখেছেন, "কুরনুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।" প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন।