বিশাখাপত্তনম : বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ( Visakhapatnam Train Accident )। ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৩ জনের। সময় যত এগোচ্ছে, ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। সারারাত চলেছে উদ্ধারকাজ। উদ্ধার করা হচ্ছে আহতদের। শেষ পাওয়া খবর অনুসারে, এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 



রেল সূত্রে খবর, কণ্টকাপল্লির কাছে রায়গড়া প্যাসেঞ্জারের পিছনে সজোরে ধাক্কা মারে বিশাখাপত্তনম-পলাসা প্যাসেঞ্জার ট্রেন ( Andhra Pradesh trains accident )। এরকম একটি দুর্ঘটনা ঘটে গেল কীভাবে ? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। বালেশ্বর দুর্ঘটনার নেপথ্যে ছিল সিগনালিং ব্যবস্থার গোলযোগ,তেমনটাই জানিয়েছিল রেল। কিন্তু এবার কেন ঘটে গেল এমন ঘটনা ? চালকের ভুলেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইস্ট কোস্ট রেলের সিপিআরও। 

ঘটনার দিনই উদ্বেগ প্রকাশ করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  

অন্যদিকে, নিহতদের পরিবারকে ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে।  

এই দুর্ঘটনায় অবিলম্বে উদ্ধার কাজ ও তদন্তের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। X হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, 'মানুষ ট্রেনের মধ্যে আটকে পড়েছেন। বারবার এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। রেল কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কবে?' মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়ও রেল দুর্ঘটনা ঘটেছে। উনি পুরনো ঘটনা মনে করে দেখুন'  । 

২০২২ এর আরও কিছু রেল দুর্ঘটনা



  • গত ১১ অক্টোবর বিহারের বক্সার ও আরা স্টেশনের মাঝে রঘুনাথপুরে বেলাইন হয়ে যায় নর্থ ইস্ট এক্সপ্রেস। উল্টে যায় ২০টি বগি। মৃত্যু হয় ৪ জনের, আহত ৭০-এর বেশি।

  • অগাস্ট মাসের ২৬ তারিখ মাদুরাইয়ে লখনউ-রামেশ্বরম ট্যুরিস্ট এক্সপ্রেসে ভয়াবহ আগুনে মৃত্যু হয় অন্তত ১০ জন যাত্রীর। প্রাইভেট পার্টির জন্য ভাড়া নেওয়া কামরায় লুকিয়ে এলপিজি সিলিন্ডার নিয়ে সফর করছিলেন যাত্রীরা, সেখান থেকেই আগুন বলে দাবি রেলের। প্রশ্ন ওঠে রেলের নজরদারি নিয়ে।

  • ২ জুন সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানাগাবাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালগাড়ি। অন্তত ৩০০ যাত্রীর মৃত্যু হয়, আহত হন প্রায় ১ হাজার জন। 

    আরও পড়ুন :

    বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কত? কেন এই দুর্ঘটনা ?