শ্রীকাকুলাম : মর্মান্তিক। অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছে বলে খবর। শ্রীকাকুলামের কাশিবুগ্গার মন্দিরে এদিন জমায়েত করেন বহু ভক্ত। একাদশী উপলক্ষে বহু সংখ্যক ভক্তের জমায়েতের কারণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
অন্ধ্রপ্রদেশ CMO-র দেওয়া তথ্য অনুসারে, একাদশী উপলক্ষে বহু ভক্ত জমায়েত করেছিলেন মন্দিরে। জমায়েত অত্যধিক হয়ে যাওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় একাধিক ভক্ত আহত হন। তাঁদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের দল ও জরুরি পরিষেবা কর্মীরা। ঘটনার কিছুক্ষণের মধ্যে মন্দিরে পৌঁছে যান রাজ্যের কৃষিমন্ত্রী কে আচ্ছনাইডু। সেখানে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। ভিড় সামলাতে অতিরিক্তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এন চন্দ্রবাবু নাইডু লিখেছেন, "শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনা দুঃখজনক। এই মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক...। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা প্রদানের জন্য আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি। স্থানীয় আধিকারিক এবং জনপ্রতিনিধিদের ঘটনাস্থল পরিদর্শন এবং ত্রাণ ব্যবস্থা তদারকি করার জন্য অনুরোধ করেছি।"
গত মে মাসে একইভাবে গোয়ায় ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল ভক্তদের। গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় সাতজনের। আহতের সংখ্যা ছিল অনেক। আহতদর গোয়া মেডিক্যাল কলেজ এবং মাপুসার নর্থ গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।