পুণে:  বুকে ব্যথা নিয়ে পুণের হাসপাতালে ভর্তি আন্না হাজারে। ৮৪ বছর বয়সী এই সমাজকর্মী হঠাৎই বুকে ব্যথা অনুভব করছিলেন। এরপরই তাঁকে পুণের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আন্না হাজারে। এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 


২০১১ সালে ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগরে একটি গ্রামে থাকেন আন্না হাজারে। যা পুণে থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে যা অবস্থিত। চিকিৎসকরা জানিয়েছেন যে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন আন্না হাজারে। দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন অনশন আন্দোলন করেছিলেন আন্না। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যু নিয়েও আন্নার লড়াইয়ের ইতিহাস রয়েছে। 


কয়েক মাস আগে, দুর্নীতি বিরোধী আন্দোলনের এই প্রবীণ সেনানি কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের প্রতি সহমর্মিতা জানিয়ে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের অনশনে বসার কর্মসূচি নিয়েছিলেন। বিবৃতি দিয়েই অন্না বলেছিলেন, কৃষি ক্ষেত্রে সংস্কারের দাবি জানিয়ে আসছি আমিও, কিন্তু মনে হয় না, কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। কেন্দ্রের কৃষকদের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীলতা, সমবেদনা নেই। সেজন্যই ৩০ জানুয়ারি থেকে আমার গ্রামে অনির্দিষ্টকালের অনশনে বসছি। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফঢ়নবিশ ও কৈলাশ চৌধুরির সঙ্গে আজ কথা বলার পরই তিনি সেই কর্মসূচি থেকে সরে আসার কথা বলেন। ফঢ়নবিশের সামনেই সিদ্ধান্ত বদলের কথা জানান তিনি।


অন্না বিবৃতিতে বলেছিলেন, গত কয়েক বছর ধরে কৃষকদের গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছি। মনে হয়, কৃষকদের ক্ষেত্রে সরকার ঠিক পথে হাঁটছে না। আমি বারবার কেন্দ্রীয় সরকারের সামনে নিজেদের দাবিদাওয়া পেশ করেছি। গত তিন মাসে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে ৫ বার চিঠি পাঠিয়েছি। সরকারের প্রতিনিধিরা এ নিয়ে আলোচনা করছেন বটে, কিন্তু এখনও পর্যন্ত দাবিদাওয়াগুলি নিয়ে সঠিক সমাধানসূত্রে পৌঁছননি।