নয়াদিল্লি: দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে সাগর রানার হত্যাকাণ্ডে ধৃত অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সুশীল কুমারের আরও এক সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম রোহিত কারোর। পুলিশ সূত্রে খবর, ছত্রসাল স্টেডিয়ামে ঘটনার দিন উপস্থিত ছিলেন রোহিতও। ওই খুনের ঘটনায় এখনও পর্যন্ত সুশীল কুমার সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এরইমধ্যে ঘটনার দিনের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে কুস্তিগীর সাগর হত্যার প্রথম ছবি। অভিযুক্ত সুশীল কুমারের লাঠিপেটা করার ফুটেজ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, সুশীল কুমারকে জিজ্ঞাসাবাদে নেওয়া হবে মনোবিদদের সাহায্য।
উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি পুলিশ গ্রেফতার করে সুশীল কুমারকে। ছত্রসাল স্টেডিয়ামে এক প্রাক্তন কুস্তিগীরের হত্যার মামলায় গ্রেফতার হন দেশের হয়ে জোড়া অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর সুশীল। জানা গিয়েছে, সুশীল ও তাঁর সঙ্গী অজয় কুমারকে বৃহত্তর দিল্লির মুন্ডকা এলাকা থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
ছত্রসাল স্টেডিয়ামে হাতাহাতি ও এক কুস্তিগীরের মৃত্যুর মামলায় শুরু থেকেই নাম জড়ায় সুশীল কুমারের। তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। যারপর থেকেই ফেরার ছিলেন তিনি। যার পরে সুশীল ও তাঁর সহযোগীদের সম্পর্কে তথ্য দিতে পারলে পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। গত সোমবার তারা জানিয়েছিল, ছত্রপাল স্টেডিয়ামে সাগর রানার খুনের ঘটনায় কুস্তিগীর সুশীল কুমার সম্পর্কে তথ্য দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
পুলিশের দাবি, গত ৪ মে ছত্রসাল স্টেডিয়ামে সংঘর্ষের সময় ২৩ বছরের সাগর রানাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। সংঘর্ষের সময় বেশ কয়েকজন কুস্তিগীর আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে জখম একজনের মৃত্যু হয়। এই মামলায় দিল্লি পুলিশে কয়েকজন ব্যক্তির বয়ান নথিভুক্ত করে। এতে সুশীল কুমারের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পুলিশ যে ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে।