নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবে কংগ্রেসের হাত ছাড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে একাই সব আসনে লড়ার সিদ্ধান্ত দলের। শনিবার এই ঘোষণা করলেন কেজরিওয়াল নিজেই। জানালেন পঞ্জাব এবং চণ্ডীগড়ে ১৪টি লোকসভা আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। (I.N.D.I.A Alliance)


শনিবার পঞ্জাবের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়া নিয়ে কিছু ঘোষণা করছিলেন কেজরিয়াল। সেখানেই পঞ্জাবে একা লড়াইয়ের কথা জানান তিনি। কেজরিওয়াল বলেন, "দু'মাসের মধ্যে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে পঞ্জাব থেকে ১৩টি এবং চণ্ডীগড় থেকে একটি আসন রয়েছে। সবমিলিে ১৪টি আসন। আগামী ১০-১৫ দিনের মধ্যে এই ১৪টি আসনের সবক'টিতে প্রার্থী ঘোষণা করবে AAP. এই ১৪ আসনে AAP-কে জয়যুক্ত করতে হবে আপনাদের।" (Arvind Kejriwal)


শনিবার কেজরিওয়াল যখন এই ঘোষণা করেন, সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও। সেখানে কেজরিওয়াল বলেন, "আপনাদেরকেই আমাদের হাত শক্ত করতে হবে। তবেই আরও কাজ করতে পারব আমরা। দু'বছর আগে ১১৭টির মধ্যে ৯২টি আসনে আপনারা আপনাদের আশীর্বাদে পঞ্জাবে জয়ী হয়েছিলাম আমরা। আশীর্বাদের জন্য হাতজোড় করে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমি।"


আরও পড়ুন: Amit Shah on CAA: প্রথমে বিজ্ঞপ্তি, তার পর কার্যকর আইন, ভোটের আগেই CAA, ঘোষণা শাহের


আসন সমঝোতা নিয়ে ডামাডোলের জেরেই কেজরিওয়াল পঞ্জাবে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। কিছু দিন আগে সেই নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন দলের সাংসদ সন্দীপ পাঠকও। জানিয়েছিলেন, বিগত কয়েক মাস ধরে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এখনও পর্যন্ত মীমাংসায় পৌঁছনো যায়নি। দল জোটের অংশ অবশ্যই। কিন্তু আসন সমঝোতায় এই গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সন্দীপও। 


এর পরই শনিবার পঞ্জাবে একা লড়াইয়ের ঘোষণা করলেন কেজরিওয়াল। এর আগে, গত মাসে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ছেড়ে 'একলা চলো' নীতি গ্রহণ করেন। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনেই জোড়াফুল শিবির একা লড়াইয়ের সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। তার পর থেকে লাগাতার কংগ্রেস এবং রাহুল গাঁধীকে আক্রমণ করে এসেছেন মমতা, কিন্তু কংগ্রেসের সুর এখনও নরমই। তবে মমতা এবং কেজরিওয়াল এখনও I.N.D.I.A জোটের অংশ জাতীয় স্তরে। জোটের অন্যতম রূপকার নীতীশ কুমার জোট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন NDA-র হাত ধরেছেন।