ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের ঠিকানা এখনও দিল্লির তিহাড় জেল! সশরীরে লাল মাটির দেশে তিনি না থাকলেও আছেন তিনি। কিছুদিন আগে, জয়দেব কেন্দুলি মেলার গেটে দেখা গিয়েছে গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের ছবি। যা ঘিরে জেলার রাজনীতিতে নতুন করে শুরু হয়েছিল তরজা। এবার তাঁর জন্য হল বিশাল যজ্ঞ।
শনিবার জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাল দিন। বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরের সামনে বিশাল যজ্ঞ হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ আসেন সেই যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত করছেন যজ্ঞ। তিন কুইন্টাল বেল কাঠ দিয়ে সাজানো হয়েছে যজ্ঞস্থল। তাতে অর্পণ করা হবে ২৫কেজি ঘি । অনুব্রতর ছবি দিয়ে বোলপুরে ২৫টি গেট তৈরি করা হয়েছে। সব মিলিয়ে সরগরম বীরভূম।
অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য, অনুব্রত না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। এই যজ্ঞের আগে সাঁইথিয়ার ১০নং ওয়ার্ডে হরিনাম সংকীর্তন হয়। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই হরিনাম করা হয়। যত দিন তিনি মুক্তি না পাচ্ছেন ততদিন এই হরিনাম চলবে বলে জানিয়েছেন অনুগামীরা। জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে গেট তৈরি করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে অনুব্রতর ছবি।
কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বীরভূম জেলা সংগঠনে কেষ্টর (অনুব্রত মণ্ডল) অবদান আছে। সেই অবদানকে অস্বীকার করার উপায় নেই। ওকে ভুলে যাওয়া যাবে না। ওঁর ঘনিষ্ঠ লোকজনকে কাজে লাগাতে হবে। বিনা কারণে ওকে আটকে রাখা হয়েছে। কেষ্ট (অনুব্রত মণ্ডল) ফিরে এলে ওর জায়গা ফেরত পাবে।
একসময়ে বীরভূমে তৃণমূলের ভোট ম্য়ানেজার ছিলেন অনুব্রত মণ্ডল। ভোট মানেই তাঁর হুমকি-হুঁশিয়ারিতে সরগরম হয়ে উঠত রাজ্য় রাজনীতি। কিনতু, আপাতত তিনি জেলা থেকে বহু দূরে। পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটও কি গরাদের পিছন থেকেই দেখতে হবে কেষ্টকে? সেটাই দেখার।
আরও পড়ুন :
বয়স্কদের ভাতা নিয়েও 'দুর্নীতি' ! ৬০ এর ঢের কম বয়সেই 'বছর-বছর ভাতা তুলছেন বহুজন' !
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে