- Home
-
খবর
LIVE UPDATES: নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসা, অশান্তি, ৩ নাগরিকের মৃত্যু, ম্যাঙ্গালুরুতে জখম ২০ পুলিশ
LIVE UPDATES: নাগরিকত্ব আইনের প্রতিবাদে হিংসা, অশান্তি, ৩ নাগরিকের মৃত্যু, ম্যাঙ্গালুরুতে জখম ২০ পুলিশ
দিল্লির মান্ডি হাউস চত্বরেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে র্যাফ নামানো হয়। এখান থেকেও বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
19 Dec 2019 09:19 PM
নাগরিকত্ব আইনের প্রতিবাদে সামিল হয়ে মৃত্যু হল ৩ ব্যক্তির। লখনউ-তে মৃত এক। অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই আন্দোলনকারীর। যদিও অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অন্যদিকে ম্যাঙ্গালুরুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ জখম ব্যক্তির মৃত্যু হল হাসপাতালে।
লখনউয়ে মৃত ব্যক্তির নাম মহম্মদ ওয়াকিল। বয়স ২৫।
লখনউ-এ নাগরিকত্ব আইনের প্রতিবাদ কর্মসূচিতে গুলিতে মৃত্যু হল ১ ব্যক্তির। পুলিশের গুলিতেই ওই মৃত্যু হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। এই অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
অন্যদিকে ম্যাঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ বিক্ষোভকারীদের। ঘটনায় কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে গুরুতরভাবে জখম ২ ব্যক্তি। আহত হয়েছেন ২০ জন পুলিশ কর্মী। জখম ২ ব্যক্তিই আইসিইউ-তে রয়েছেন বলে জানিয়েছেন ম্যাঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার পি এস হর্ষ।
সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে অন্তত ৬০টি অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ট্যুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামকে জানাল দিল্লি পুলিশ। অভিযোগ এই প্রোফাইলগুলো থেকে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে এবং পরে তা হোয়াটস অ্যাপেও ছড়িয়ে দেওয়া হয়।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল দেশ। রাজ্যে রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে জায়গায় কার্ফু জারি করা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জারি হয়েছে ১৪৪ ধারা। এর প্রতিবাদে সরব হয়েছেন রাহুল গাঁধী। সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে রাহুল লিখেছেন, “স্কুল, কলেজ বন্ধ রাখার অধিকার নেই, দেশের আত্মার অপমান সরকারের।”
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কার্যত অচল রাজধানী। স্তব্ধ যান চলাচল। বাতিল হল আকাশপথে যোগাযোগও।
কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ৫টি থানা সংলগ্ন এলাকায় কার্ফু জারি করল প্রশাসন। শক্রবার মধ্যরাত পর্যন্ত এই কার্ফু বহাল থাকবে বলেই জানানো হয়েছে। একই দক্ষিণ কন্নড় জেলায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ম্যাঙ্গালুরু সিটি কর্পোরেশন।
কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ৫টি থানা সংলগ্ন এলাকায় কার্ফু জারি করল প্রশাসন। শক্রবার মধ্যরাত পর্যন্ত এই কার্ফু বহাল থাকবে বলেই জানানো হয়েছে। একই দক্ষিণ কন্নড় জেলায় সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ম্যাঙ্গালুরু সিটি কর্পোরেশন।
দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের জেরে আংশিকভাবে বন্ধ থাকল মেট্রো চলাচল। ২০টি-রও ওপরে মেট্রো স্টেশন আজ বন্ধ ছিল। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর একাধিক জায়গায় বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা।
দিল্লি মেট্রোর তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়, “লাল কেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক, বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামবে না।” এই কটি স্টেশনের প্রবেশ ও বাহির হওয়ার পথও বন্ধ রাখা হয়েছিল।
ব্যাপক যানজটের কারণে সময়ে আসতে পারেনি বিমানসেবিকা সহ আরও কর্মীবৃন্দরা। সেকারণে আজ দিল্লি বিমানবন্দর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিমানও বাতিল হয়েছে। ট্রাফিকের কারণে বিলম্বিত হয়েছে ১৬টি ফ্লাইট। ১৯টি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার তরফে বাতিল হওয়া বিমানের সমস্ত টাকা ফেরত দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এমনকি ক্যান্সেলেশনেও কোনও রকম মাশুল গুণতে হবে না উপভোক্তাদের।
লখনউয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সংবাদসংস্থাকে যোগী জানিয়েছেন, “প্রতিবাদের নামে হিংসাকে মদত দেওয়া যায় না। এমন অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।”
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিরোধীরা। দিল্লিতে আন্দোলনে সামিল হয়ে গ্রেফতার বাম নেতৃ্ত্বরা। এদিকে বিক্ষোভে উত্তাল উত্তরপ্রদেশের লখনউ-ও। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আইন শৃঙ্খলা নিয়ে ডাকা এই বৈঠকে থাকতে পারেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকে সামিল হতে পারেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং অজয় কুমার ভাল্লাও।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত উত্তরপ্রদেশও। বর্তমান অশান্তি, হিংসার পরিপ্রেক্ষিতে রাজ্যের নানা জায়গায় ১৪৪ ধারা জারি হয়েছে ইতিমধ্যেই। তার মধ্যেই সম্বলে সরকারি বাসে আগুন ধরাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। লখনউয়েও পুলিশ ফাঁড়ির বাইরে ইট-পাথর ছোড়ে, সেখানে দাঁড় করিয়ে রাখা একাধিক গাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। মাদেগঞ্জ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় বলে জানান ডিজিপি ওপি সিংহ। প্রায় ২০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। অন্যান্য জায়গাতেও, বিশেষত মুসলিম অধ্যুষিত পুরানো শহর এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামলাতে হিমসিম খাচ্ছে পুলিশ। সেখানে পড়ে রয়েছেন সিনিয়র পুলিশকর্তারা। এদিকে জেলা শাসকের দপ্তরের সামনে ব্যস্ত পরিবর্তন চকে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দলীয় কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে আটক হয়েছেন উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু।
দিল্লি ও গুরুগ্রাম সংযোগকারী এক্সপ্রেসওয়েতে ১০ কিলোমিটার দীর্ঘ ট্রাফিক জ্যাম।
জনপথ ও বড়াখাম্বা রোড মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহির পথও বন্ধ করে দেওয়া হয়েছে। এই স্টেশনগুলিতে ট্রেন থামবে না
সিএএ ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে আবেগঘন পোস্ট শাবানা আজমির।
দিল্লিতে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ চলাকালীন ডি রাজা,সীতারাম ইয়েচুরি, প্রকাশ করাত সহ বেশ কয়েকজন বাম নেতাকে মান্ডি হাউস থেকে আটক করা হয়েছিল এবং পরে দিল্লির বিভিন্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়। নীলোৎপাল বসু, বৃন্দা করাতকেও আটক করা হয়।
প্রতিবাদ মিছিলে অংশ নিতে গিয়ে আটক উমর খালিদ।
লাল কেল্লার ঢোকা ও বেরনোর পথ বন্ধ করা হল।
সিএএ-বিরোধী বিক্ষোভের মধ্যে, বৃহস্পতিবার পুলিশি নির্দেশে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স, জিয়োর টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ করা হল দিল্লি বেশ কিছু অঞ্চলে। ইন্টারনেট, ভয়েস এবং মেসেজিং পরিষেবা সবই বন্ধ রাখা হয়েছে।
প্রেক্ষাপট
নয়াদিল্লি: সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ। বামেদের প্রতিবাদ মিছিল ঘিরে সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। পুলিশের অনুমতি না মিললেও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ করতে জড়ো হতে শুরু করেছিলেন বেশ কিছু মানুষ। আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। প্রতিবাদ মিছিল শুরুর আগেই বহুজনকে আটক করে দিল্লি পুলিশ। আটক হলেন সিপিআইয়ের প্রাক্তন সাংসদ ডি রাজাও।
রাজধানীতে আজ দুটি মিছিল হওয়ার কথা। হাম ভারত কে লোগ-র ব্যানারে লালকেল্লা থেকে শহিদ ভগৎ সিংহ পার্ক পর্যন্ত মিছিলটি শুরু হওয়া মাত্রই আটকে দেয় পুলিশ। লালকেল্লার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় সেখানে একসঙ্গে ৪ জনের জমায়েতে বাধা দেয় পুলিশ। ফলে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু হলেই বাধা দেয়। পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ।
বেলা ১২টায় মান্ডি হাউস থেকে যন্তর মন্তর পর্যন্ত বামেদের মিছিল শুরু হয়। এক্ষেত্রেও পুলিশের অনুমতি মেলেনি। সেখানেও পর পর পুলিশ বাধা আসে। দিল্লির মান্ডি হাউস চত্বরেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে র্যাফ নামানো হয়। এখান থেকেও বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। অশান্তির আশঙ্কায় আজ সকাল থেকেই দিল্লি মেট্রোর ১৬টি স্টেশনের গেট বন্ধ করে রাখা হয়েছে। এই মেট্রো স্টেশনগুলোর মধ্যে রয়েছে, লাল কিলা, জামা মসজিদ, চাঁদনি চক, বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ এবং মুনিরকা।