নয়াদিল্লি: দিল্লি নির্বাচনে আম আদমি পার্টি পরাজিত হওয়ার পর কটাক্ষ, বিদ্রুপে ছেয়ে গিয়েছে নেটদুনিয়া। সেই আবহেই অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করলেন অভিনেতা অনুপম খের। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে যে মন্তব্য করেছিলেন কেজরিওয়াল, তাঁকে তারই ফল ভুগতে হল বলে দাবি অভিনেতার। (Anupam Kher on Arvind Kejriwal)
শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। আর তাতে হ্যাট্রিকের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে কেজরিওয়ালের। তাঁর দলকে হারিয়ে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতাদখল করতে চলেছে বিজেপি। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় কেজরিওয়ালকে নিশানা করলেন অনুপম। (Delhi Elections 2025)
মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ কেজরিওয়ালের সহাস্য ছবি পোস্ট করেন তিনি। লেখেন, ‘এমনিতে কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। কিন্তু যাঁদের সঙ্গে ঘোর অন্যায় হয়েছে, তাঁদের নিয়ে হাসাহাসি করা, তাঁদের যন্ত্রণাকে উপহাস করা, আত্মাকে দেওয়ার অর্থ মানবিকতার সীমা ছাড়িয়ে যাওয়া। এতে অনিচ্ছাকৃত ভাবে হলেও পীড়িতদের দীর্ঘশ্বাস বেরোয়। সেই দীর্ঘশ্বাস অভিশাপে পরিণত হয়। ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের সঙ্গে হয়ত তাই হয়েছে। অদৃষ্টের লিখন। যেদিন দিল্লি বিধানসভায় হাসির রোল উঠেছিল, ওই দিন লক্ষ লক্ষ অসহায় কাশ্মীরি পণ্ডিত রক্তাশ্রু ফেলেছিলেন’।
নিজের পোস্টে #DelhiElections-ও লেখেন অনুপম। এমনিতে দক্ষিণপন্থার সমর্থক বলে পরিচিতি রয়েছে অভিনেতার। কিন্তু কেজরিওয়ালকে তিনি এভাবে নিশানা করলেন কেন? এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনুপম অভিনীত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। ২০২২ সালে দিল্লিতে ওই ছবিটিকে করমুক্ত করার দাবি তোলে বিজেপি। দিল্লির বাজেট অধিবেশনে বিষয়টি নিয়ে মুখ খোলেন দিল্লির তদানীন্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বলেন, “আমার কাছে ছবিটি গুরুত্বপূর্ণ নয়। বিজেপি-র কাছে সেটি গুরুত্বপূর্ণ হতে পারে। বিবেক অগ্নিহোত্রীকে বলুন YouTube-এ ছবিটি দেখাতে। তাহলেই বিনামূল্যে দেখতে পাবেন সকলে। ছবিটিকে করমুক্ত করতে হবে কেন?”
সেই সময়ও কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করেছিলেন অনুপম। গুরুতর একটি বিষয়কে তিনি উপহাসে পরিণত করেছেন বলে অভিযোগ তোলেন। যদিও কেজরিওয়াল পরিষ্কার জানিয়ে দেন, ছবিটিকে মোটেই উপহাস করেননি তিনি। বরং বিজেপি-কে কটাক্ষ করেই হেসেছেন। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন দেওয়ার পরিবর্তে বিজেপি তাঁদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলছে বলেও অভিযোগ করেন কেজরিওয়াল। শনিবার দিল্লিতে কেজরিওয়াল পরাজিত হওয়ার পর সেই ঘটনাকেই তুলে আনলেন অনুপম।