গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লি সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকে আতঙ্কিত আক্রান্ত মহিলা। ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত নেমেছে সাগর থানার পুলিশ। এখনও অধরা অভিযুক্ত।
অপরাধের পর অপরাধ। একদিকে বারবার যৌন নির্যাতনের অভিযোগ উঠে আসছে। খুন, ধর্ষণে পড়ছে না যবনিকা। তার উপর এবার অ্যাসিড হামলার অভিযোগ। এদিকে একদিকে আজ আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন।গত বছর অক্টোবার মাসে তখন আরজিকর কাণ্ডে সরব সারা বাংলা তথা দেশ। ঠিক তেমনই এক মুহূর্তে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিলেন ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টর ! যদিও এতকাণ্ডের পরেও অপরাধ প্রবণতা কমেনি। সম্প্রতি নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। আজ ১ টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।
যদিও অ্যাসিড হামলার ঘটনা নতুন নয়। অতীতে আনন্দপুর থানা এলাকায় অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। আহত চার মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একজনের চোখের অবস্থা ছিল আশঙ্কাজনক। প্রেমিক-প্রেমিকার কার্যকলাপ নিয়ে আপত্তি তুলেছিলেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রেমিক-প্রেমিকার সঙ্গে বচসা হয় বাসিন্দাদের। সকালে ফের বচসা শুরু হলে অ্যাসিড ছোড়া হয়েছিল বলে অভিযোগ। প্রেমিক-প্রেমিকা সহ ৪ অভিযুক্তকে আটক করেছিল পুলিশ।
আরও পড়ুন, রাতে একাই গেছিল অষ্টম শ্রেণির ছাত্রী ? নিউটাউনে নাবালিকাকে 'ধর্ষণ করে খুনে' ধৃত টোটো চালক
হুগলির উত্তরপাড়াতেও তরুণীর উপর ‘অ্যাসিড’ হামলা চলেছিল। কাজ সেরে বাড়ি ফেরার সময় অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। হাওড়ার বেলুড়ের ঘটনাটিও ভোলার নয়। ঘুমন্ত তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছিল। পরিবারের দাবি, গতকাল মা-বোনের সঙ্গে ঘুমিয়েছিলেন তরুণী। রাত ১টা নাগাদ তরুণীর চিৎকারে সকালের ঘুম ভেঙেছিল।