নয়া দিল্লি: বিগত বছরের সাফল্যের পর যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগ এক মাসব্যাপী Clean India 2.0 প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণেই ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী দ্বিতীয় পর্যায়ের চালু হতে চলেছে। যুব ক্লাব এবং ন্যাশনাল সার্ভিস স্কিম এর আওতায় থাকা প্রতিষ্ঠান নেহরু যুব কেন্দ্র সংগঠনের (এনওয়াইকেএস) নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের সমস্ত গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে কেন্দ্রের তরফে জানান হয়েছে।
আজ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন যে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ১ অক্টোবর থেকে ক্লিন ইন্ডিয়া 2.0 চালু করবেন। যার লক্ষ্য বর্জ্য পরিষ্কার করা। প্রধানত প্লাস্টিক ব্যবহার এবং সচেতনতা তৈরি করতেই এই আয়োজন।
সচিব আরও জানান যে গত বছরের স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যের পরে এ বছর দেশের মানুষ স্বেচ্ছায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এই বর্জ্য সংগ্রহের হটস্পট হবে পর্যটন স্থানগুলি। শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন এবং আশেপাশের এলাকা, জাতীয়সড়ক, ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ভবন, ধর্মীয় স্থান এবং হাসপাতাল ইত্যাদি।
আরও পড়ুন, মেধা তালিকায় নামই নেই, তবুও স্কুলে চাকরি? ববিতা-অঙ্কিতার দুর্নীতির ছায়া এবার মালদার রতুয়ায়
আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষে নেহরু যুব কেন্দ্র সংগঠন (এনওয়াইকেএস) যুব বিষয়ক বিভাগ এবং ক্রীড়া মন্ত্রক এই উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য হল পয়লা অক্টোবর থেকে দেশের সমস্ত জেলা জুড়ে জনবহুল এলাকা এবং ঘরবাড়ি পরিষ্কারের আয়োজন করা।
প্রসঙ্গত, "স্বচ্ছ ভারত দিবসে"র অধীনে পুরস্কৃত হবে রাজ্য। আগামী ২ রা অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে সম্মান জানানো হবে রাজ্যকে। খোদ রাষ্ট্রপতি এই সম্মান তুলে দেবেন রাজ্যকে বলেই জানা গেছে। মূলত বাড়ি বাড়ি নলবাহিত জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে সারাদেশের মধ্যে দৃষ্টান্তমূলক কাজ করেছে এ রাজ্য। শুধু তাই নয় , বারবারই কেন্দ্রের তরফে জল জীবন মিশন প্রকল্পের অধীনে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া নিয়ে রাজ্য প্রথম স্থান দখল করেছে।