কলকাতা: বেশ কয়েক বছর পরে ধারাবাহিকের ফিরে মুখ্যচরিত্রে অভিনয় করছেন তিনি। 'লক্ষ্মী কাকিমা' হয়ে দর্শকদের কাছে ফিরেছেন অপরাজিতা আঢ্য। ছোটপর্দায় ফিরে অপরাজিতা যেন ষোড়শী তরুণী মতোই ঝলমলে, চঞ্চল। সোশ্যাল মিডিয়া রিলেও বেশ সাবলীল তিনি। হামেশাই 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের সেট থেকে রিল ভাগ করে নেন তিনি। 


কেবল অভিনয় নয়, অপরাজিতা একজন নৃত্যশিল্পীও। অভিনয়ের পাশাপাশি নৃত্য পরিচালনা করেন তিনি। আর তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে হামেশাই সেই সব ঝলক দেখা যায়। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'  ছবির ঢোলিরাঁ গানে নাচ করছেন তিনি। শুধু অপরাজিতা নন, তাঁকে সঙ্গ দিচ্ছেন ধারাবাহিকের অন্যান্য নারী চরিত্রও। ক্যাপশানে তিনি লিখেছেন, লক্ষ্মী কাকিমার সংসারে সবাই সুপারস্টার।'


আরও পড়ুন: Ipsita Mukherjee Birthday: 'তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিনই খুশির', জন্মদিনে অর্ণবকে বার্তা ঈপ্সিতার


চার বছর পরে হঠাৎ ছোটপর্দায় ফেরার সিদ্ধান্ত কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অপরাজিতা বলছেন, 'আমি যেমন ছবিতে কাজ করি, সেই ধরণের ছবি কম হচ্ছে। আর আমি খুব বেছে ছবি করছি। তাই ছবির সংখ্যাও বেশ কম। সেইজন্য পুজোর আগে থেকেই ভেবেছিলাম ছোটপর্দায় ফিরব। আমার একটা বড়সংখ্যক দর্শক রয়েছেন যাঁরা সিনেমাহলে গিয়ে ছবি দেখতে পারেন না। তাঁদের মধ্যে যেমন বয়স্করা রয়েছেন আবার অনেকে গ্রামের দিকে থাকেন। সেখানে কাছাকাছি সিনেমাহল নেই। অনেকেই আমার ছবি দেখার পর আমার প্রশংসা করেছেন, আর তারপরেই প্রশ্ন করেছেন, 'তোমায় টেলিভিশনে আবার কবে দেখব?' বুঝতে পারতাম, মানুষ আমায় ছোটপর্দায় দেখতে চাইছেন। তাছাড়া আমার তো নিজস্ব আবেগও রয়েছে ছোটপর্দার ওপর। আমায় পরিচিতি, মানুষের ভালোবাসা এনে দিয়েছে টেলিভিশনই।'