নয়াদিল্লি: আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জন্মদিবস।‘মিসাইল ম্যান’- এর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

১৯৩১ সালের ১৫ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন আবুল পাকির জয়নালুদ্দিন আবদুল কালাম। ২০০২ সালে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তিনি। পদ্মবিভূষণ ও ভারতরত্ন  সম্মানে সম্মানিত হওয়া কালাম জনপ্রিয় ছিলেন ‘পিপলস্ প্রেসিডেন্ট’ বা ‘মানুষের রাষ্ট্রপতি’ হিসাবে।

নরেন্দ্র মোদি আজ ট্যুইট করে লেখেন, ‘জন্মদিনে আবদুল কালামজি কে শ্রদ্ধা। ২১ শতকে ভারতকে সবদিক থেকে স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। তাঁর জীবন দেশের মানুষকে উদ্ধুদ্ধ করে।’




ট্যুইট করেন প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান বেঙ্কাইয়া নাইডুও। লেখেন, ‘ভারতীয় প্রতিরক্ষায় তাঁর অবদানের অনস্বীকার্য।’




প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ লেখেন, ‘তিনি ‘মানুষের রাষ্ট্রপতি’ ছিলেন। মানুষ আজীবন তাঁকে মনে রাখবেন।  জন্মদিবসে তাঁকে সম্মান।’







‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভালপমেন্ট অর্গানাইজেন’ (ডিআরডিও) ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসনের (ইসরো) সঙ্গে জীবনের অনেকটা সময় যুক্ত ছিলেন আবদুল কালাম। ব্যক্তিগত জীবনে বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। ২০১৫ সালে আইআইএম শিলং-এ বক্তব্য চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতির।