নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইঝির ব্যাগ ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার সেই দিল্লিতেই এক বিচারপতির মোবাইল ফোন ছিনতাই হল। গতকাল রাতে কমলা নগর অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ফলে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।


পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজনের সঙ্গে একটি রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন ওই বিচারপতি। সেখান থেকে বেরনোর সময় তাঁর হাতে ছিল মোবাইল ফোন। বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা সেই মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

দিল্লিতে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। অগাস্টে মান্ডি হাউসের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতার স্ত্রীর মোবাইল ফোন ছিনতাই করে বাইকে চড়ে আসা দুষ্কৃতীরা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর ভাইঝি দময়ন্তী বেন উত্তর দিল্লির সিভিল লাইন অঞ্চলে অটো রিকশা থেকে নামার সময় ব্যাগ ছিনিয়ে নেয় দুই ব্যক্তি। সেই ব্যাগে ৫৬,০০০ টাকা, দু’টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই ছিনতাইকারীকে চিহ্নিত করেছে পুলিশ। কিন্তু এরপরেও দিল্লিতে ছিনতাই রোখা যাচ্ছে না।