ক্যালিফোর্নিয়া: এগিয়ে গিয়েও পিছু হটতে বাধ্য হল অ্যাপল। আপাতত শিশুদের যৌন নির্যাতনের ভিডিও চালাচালি রুখতে গ্রাহকের আইফোন(iphone) স্ক্যান করবে না কোম্পানি। শোনা যাচ্ছে, নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই আমেরিকায় 'ধীরে চলো' নীতি নিয়েছে অ্যাপল(Apple)। 


সম্প্রতি পুরোনা সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার খবর প্রকাশ্যে এনেছে আমেরিকান টেক জায়ান্ট।অ্যাপলের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের প্রতিক্রিয়া ছাড়াও গবেষক, পরামর্শদাতাদের কথা শুনেই আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এখনই শিশুদের যৌন নির্যাতনের ভিডিও রুখতে বিশেষ টুল ব্যবহার করবে না অ্যাপল। কোম্পানির মনে হয়েছে, এই বিষয়ে আরও ইনপুট নেওয়ার প্রয়োজন রয়েছে।  


মাসখানেক আগেই আমেরিকার আইফোনে অ্যাপলের নজরদারির খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ শুরু হয়। সেই সময় শিশুদের যৌন নির্যাতনের ভিডিও রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিল অ্যাপল (Apple)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আইফোন (iphone) স্ক্যান করবে কোম্পানি। সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট পাঠানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।


মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোনগুলিতে এই নজরদারি চালানোর কথা বলেছিল অ্যাপল(Apple New Policy)। সেই সময় মার্কিন টেক জায়ান্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিশু সুরক্ষা সংগঠনগুলি। যদিও এই পদক্ষেপ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন সিকিউরিটি রিসার্চাররা। তাঁদের আশঙ্কা, এই সিদ্ধান্তের ফলে নাগরিকের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করার সুযোগ পেয়ে যাবে সরকার। এমনকী, নাগরিকদের মৌলিক অধিকার বা ব্যক্তিগত স্বাধীনতাও খর্ব করা হবে।


'নিউরাল ম্যাচ'-এ লুকিয়ে রয়েছে সবকিছু
মার্কিন নাগরিকদের ফোনে নজরদারি চালাতে বিশেষ একটি টুলের ব্যবস্থা করেছে কোম্পানি। যার নাম দেওয়া হয়েছে 'নিউরাল ম্যাচ'। 'আই ক্লাউড'-এ যাওয়ার আগেই ভিডিও বা ছবি স্ক্যান করবে 'নিউরাল ম্যাচ'। কোনও ধরনের শিশু যৌন নির্যাতনের ছবি দেখলেই পাঠানো হবে রিভিউয়ের জন্য। কোনও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই রিভিউ করবেন। ছবিতে 'চাইল্ড পর্নোগ্রাফি' ধরা পড়লেই উপযুক্ত ব্যবস্থা নেবে অ্যাপল। বন্ধ করে দেওয়া হবে গ্রাহকের অ্যাকাউন্ট। এ বিষয়ে খবর পাঠানো হবে 'ন্যাশনাল সেন্টার ফল মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিল্ড্রেন'-এর কাছে।


প্রশ্ন জাগে, কীভাবে শিশুদের যৌন নির্যাতন বা 'চাইল্ড পর্নোগ্রাফি'র বিষয়টি বুঝবে 'নিউরাল ম্যাচ' টুল ? এ নিয়ে আলাদা করে কোনও গবেষণার প্রয়োজন হয়নি কোম্পানির। টেক ব্লগারদের মতে, শিশুদের যৌন নির্যাতনের ছবি আগে থেকে মজুত থাকবে স্টোরে। গ্রাহকদের ফোনে সেই ধরনের কোনও ছবি পেলেই তা পাঠানো হবে রিভিউয়ে। চাইল্ড পর্নোগ্রাফির নিশ্চিত হলেই নেওয়া হবে ব্যবস্থা।


Apple on child sexual abuse
এখানেই থেমে থাকছে না অ্যাপল। গ্রাহকের মেসেজেও ঢোকার কথা ছিল সংস্থার। কোনও এনক্রিপটেড মেসেজে শিশুদের যৌন নির্যাতনের বিষয় পেলে সেটিও রিভিউ করা হোতো। তবে এই নিয়ে অভিভাবকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছিল কোম্পানি। সন্তানকে স্নান করানোর ছবি ফোনে থাকলে বিপদে পড়তে হোতো না গ্রাহককে। কেবল অ্যাপলের সেন্ট্রাল স্টোরেজে রয়েছে এমন পরিচিত চাইল্ড পর্নোগ্রাফির ছবি ধরা পড়লেই ব্যবস্থা নিত অ্যাপল।  


আরও পড়ুন : iPhone 13-এর লঞ্চ ডেট কবে ? জেনে নিন ফোনের পাঁচ গোপন খবর