নয়াদিল্লি: বাজারে এল অ্যাপলের ব্র্যান্ড নিউ আইফোন এসই ২০২০। দীর্ঘ দিন ধরেই এই ফোনের আসার কথা ছিল। ভারতে এর দাম শুরু হচ্ছে ৪২,৫০০ টাকা থেকে। এখন আবার শোনা যাচ্ছে, শিগগিরই আসতে চলেছে আর এক আইফোন এসই প্লাস।
আইফোন এসই ৬৪জিবির দাম ৪২,৫০০ টাকা। আবার ১২৮জিবির দাম ৪৭,৮০০ টাকা, আবার ২৫৬জিবির দাম ৫৮,৩০০ টাকা।
আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম)-য় ৪.৭ রেটিনা এইচডি এইচডিআর১০ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে চোখের ওপর চাপ ফেলে না, রংও দেখা যায় একদম ঠিকঠাক। অর্থাৎ এতে ছবি বা ভিডিও দেখতে, গেম খেলতে দুর্দান্ত লাগবে। এর ডিজাইন আইফোন ৮-এর মত। বডিতে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম আর ড্যুরেবল গ্লাস ব্যবহার করা হয়েছে।
এই স্মার্টফোনে অ্য়াপল এ১৩ বায়োনিক প্রসেসর রয়েছে। এই প্রসেসর আইফোন ১১-এও দেখা যায়। এই ফোন কাজ করে আইওএস ১৩-এ। হোম বাটনের সঙ্গে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ সাপোর্ট করে ওয়্যারলেস চার্জিং ফিচার। ফোনটি ওয়াটারপ্রুফ, আইপি৬৭ রেটিং পেয়েছে এ। কানেক্টিভিটির জন্য আছে ডুয়াল সিম সাপোর্ট। ফোটোগ্রাফির জন্য এতে আছে ১২এমপি সিঙ্গল ক্যামেরা, এফ/১.৮ অ্যাপারেচার। সেলপির জন্য ৭এমপি ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে ৫X ডিজিটাল জুম। এতে ৪,০০০ ভিডিও শ্যুট করা যাবে, তাও ৬০এফপিএস মোডে।
অ্যাপল নিয়ে এল নয়া আইফোন এসই ২০২০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 09:07 AM (IST)
আইফোন এসই ৬৪জিবির দাম ৪২,৫০০ টাকা। আবার ১২৮জিবির দাম ৪৭,৮০০ টাকা, আবার ২৫৬জিবির দাম ৫৮,৩০০ টাকা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -