কলকাতা: শ্যুটিং শেষ, আপাতত জোরকদমে এডিটের কাজ চলছে। এই প্রোজেক্ট নিয়ে কত স্বপ্ন আর কত অপেক্ষা। অবশেষে চলতি বছরের ১ জুলাই মুক্তি পাচ্ছে 'খেলা যখন'।
'খেলা যখন' প্রেমের ছবি নয়, সাইকোলজিক্যাল থ্রিলার। এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। জানা গিয়েছে, ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। কোমা থেকে ফিরে এসেছে সে। অতীত এবং বর্তমানের সঙ্গে অনবরত লড়াই করে যেতে হয় তাঁকে। একটি ভয়াবহ গাড়ি দুঘর্টনায় ছেলেকে হারিয়ে ফেলে ঊর্মি ও সাগ্নিক। এরপর তার মৃত শিশুকে নিয়ে অনবরত দুঃস্বপ্ন দেখে ঊর্মি। তার স্বপ্নে এমন কিছু ঘটনা আসতে থাকে যার বাস্তব কোনও ভিত্তি নেই। বাস্তব না স্বপ্ন, কোনটা সত্যি! দর্শকদের প্রশ্নের মুখে দাঁড় করাবে 'খেলা যখন'।
আরও পড়ুন: Vicky Kaushal Upcoming Film: বলিউডে এবার নতুন জুটি, শ্যুটিং শুরু করলেন ভিকি-তৃপ্তি
ছবি নিয়ে কী প্রত্যাশা রয়েছে অরিন্দম শীলের? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অরিন্দম বললেন, 'আমি এখনও পর্যন্ত যা যা প্রোজেক্ট করেছি, 'খেলা যখন' সবচেয়ে বড় মাপের কাজ। আমার করা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের ছবি 'খেলা যখন'। অনেকদিন ধরেই এই কাজটা আমি করতে চেয়েছিলাম। 'খেলা যখন' নিয়ে আমার প্রত্যাশা অনেক। আশা করি দর্শকদের এই সাইকোলজিক্যাল থ্রিলার ভালো লাগবে। বাংলা ছবির সমস্যাগুলোকে কাটিয়ে ছবিটাকে জাতীয় কাজ হিসেবে করার চেষ্টা করেছি। আর সব বাংলা ছবির থেকে 'খেলা যখন' আলাদা হবে। ছবিটা বাংলার বাইরেও অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা রাখে।'
এই ছবির জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে মিমি ও অর্জুনকে। অরিন্দম শীল পরিচালিত, মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায় (Mimi Chakraborty, Arjun Chakrabarty and Susmita Chatterjee) অভিনীত 'খেলা যখন' মুক্তি পাবে চলতি বছরের ১ জুলাই।