Indian Army Robot Mule: এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনী মহারাষ্ট্রের পুনেতে ২০২৫-এর সেনা দিবসের কুচকাওয়াজ আয়োজন করতে চলেছে। মূলত এই কুচকাওয়াজে (Indian Army) ভারতীয় সেনার প্রযুক্তিগত উন্নয়নের দিকগুলিকেই প্রদর্শনী করা হবে। আজ শনিবার ১১ জানুয়ারিতে বম্বে ইঞ্জিনিয়ারিং গ্রুপ অ্যান্ড সেন্টারে এই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া (Army Day 2025) উদযাপিত হল এবং সেই ছবি প্রকাশ্যে এসেছে। এখানেই নজর কেড়েছে ভারতীয় সেনাবাহিনীর 'রোবট মিউল' (Robot Mule) যার প্রযুক্তিগত পরিভাষা কোয়াড্রুপেডাল আনম্যানড গ্রাউন্ড ভেহিকলস (Q-UGVs)। হুবহু কোনো চতুষ্পদ প্রাণীর মত দেখতে এই যন্ত্রটিকে। হাঁটতে, চলতে তো পারেই, তার সঙ্গে রয়েছে আরও কিছু বিশেষত্ব।


সমাজমাধ্যমে ভারতীয় সেনার এই অত্যাধুনিক প্রযুক্তি এবং রোবট মিউলের কুচকাওয়াজের মহড়ার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দ্রুতহারে। ২০২৪ সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীতে আনা হয়েছিল এই রোবোটিক মিউলগুলি। সঙ্কটজনক স্থানে ব্যবহারের জন্য এই মিউলগুলি বানানো হয়েছিল। এগুলি সিঁড়িতে চড়তে পারে, ঢালু পথ বেয়ে দিক নির্দেশ করে নিচে নামতে পারে, মাইনাস ৪০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আজ করতে পারে এই রোবোট মিউলগুলি। প্রতিটি ইউনিট ১৫ কেজি করে ওজন বহনে সক্ষম। আর যে কোনও জায়গায় বসে এগুলি নিয়ন্ত্রণ করা যায়।



সংবাদসূত্রে জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী (Army Day 2025) সম্প্রতি ১০০ ইউনিট ARCV-MULE সিস্টেম গ্রহণ করেছে। এই রোবোটিক মিউলগুলি টেলি-নিয়ন্ত্রিত এবং স্বয়ংক্রিয় যা কিনা বিভিন্ন প্রায়োগিক ক্ষেত্রের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে। এলাকা নিরাপত্তা, সম্পদ সুরক্ষিত রাখা, রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয়, নিউক্লীয়, বিস্ফোরক অভিযানে সামিল হওয়া, বিস্ফোরক নিয়ন্ত্রণ, ইন্টেলিজেন্স, সারভেইল্যান্স, রিকনস্যান্স কাজের জন্য এগুলি বানানো হয়েছে।



এই মিউলগুলতে মোট ৫টি উপাদান আছে- কম্পিউট বক্স, ব্যাটারি, ফ্রন্ট সেন্সর হেড, রিয়র সেন্সর হেড আর পা। ক্যামেরার মাধ্যমে এগুলি চলার পথে সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে। বদ্ধ প্রত্যন্ত জায়গাতেও দিক নির্দেশ করতে পারে, সিঁড়ি দিয়ে উঠতে পারে, টানা ২ ঘণ্টা ধরে কাজ করতে পারে এই মিউলগুলি। রিয়েল-টাইম ভিডিয়ো এবং টু-ওয়ে অডিওর মাধ্যমে কাজ করে এগুলি। বিপদসঙ্কুল প্রাকৃতিক পরিবেশেও এগুলি সহজেই কাজ করে।


আরও পড়ুন: Saline Controversy: এবিপি আনন্দে খবর সম্প্রচারের জের, সমস্ত হাসপাতালকে এই নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন