মুম্বই: ৫৩ বছরে পা রাখলেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে জন্মদিনে শুভেচ্ছা জানাল বিসিসিআই। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বিসিসিআই। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৩১২৫৮টি বল করেছেন রাহুল। এমনকী টেস্টে সর্বোচ্চ ৪৪,১৫২ মিনিট খেলেছেন রাহুল। 


 






দ্রাবিড়কে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ। রাহুল দ্রাবিড়কে 'দ্য ওয়াল' বলে সম্বোধন করে 'শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির প্রতীক' জানিয়েছেন টার্বুনেটর। নিজের সোশ্য়াল মিডিয়ায় হরভজন লিখেছেন, ''ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা। ক্রিকেটার হিসেবে উনি শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির প্রতীক ছিলেন। ম্য়াচে যে কোনও পরিস্থিতিতে দলকে ভরসা জোগাতে পারতেন উনি। চোখ বন্ধ করে ওঁনাকে ভরসা করা যেত।''


 






রাহুল দ্রাবিড় সচিন তেন্ডুলকরের পর টেস্ট সর্বাধিক রানের মালিক।