মেরঠ: গাড়ি চালিয়ে সটান প্ল্যাটফর্মে উঠে গেলেন যুবক। অল্পের জন্য ট্রেনে ধাক্কা মারা থেকে বিরত থাকলেন তিনি। ওই যুবক ভারতীয় সেনায় কর্মরত বলে জানা গিয়েছে। তিনি মত্ত অবস্থায় গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। (Uttar Pradesh News)
উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে। মেরঠ ক্যান্টনমেন্ট রেল স্টেশনের প্ল্যাটফর্মেই গাড়ি নিয়ে উঠে পড়েন সন্দীপ ঢাকা নামের ওই জওয়ান। স্টেশনে বসানো সিসিটিভি ক্যামেরাতেও ওই মুহূর্ত ধরে পড়েছে। প্ল্যাটফর্মে গাড়িটি দাঁড়িয়ে এবং ট্রেন বেরিয়ে যাচ্ছে, এমন একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)
যে গাড়িটি নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন ওই জওয়ান, সেটির নম্বর প্লেট ঝাড়খণ্ডের। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর মেরঠ শাখার টিম ওই জওয়ানকে গ্রেফতার করেছে। নেশাগ্রস্ত অবস্থাতেই যে তিনি গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে উঠে যান, ডাক্তারি পরীক্ষায় তার প্রমাণ মিলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নেশায় একেবারে বুঁদ ছিলেন ওই সেনা জওয়ান। স্টেশনে ওঠার পরও গাড়ি দৌড়চ্ছিল। সেই সময় দিল্লির দিক থেকে একটি ট্রেন ঢুকছিল। ট্রেনের সঙ্গে রীতিমতো রেস শুরু করে দেন অভিযুক্ত। প্রথমে স্থানীয়রাই এগিয়ে যান। প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে ছুটে আসে স্টেশনের কর্মীরা, রেল পুলিশের একটি দল। এমন ভাবে ওই জওয়ান গাড়ি তুলেছিলেন স্টেশনে যে, কয়েক জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান।
পুলিশের তরফে সোশ্য়াল মিডিয়ায় লেখে হয়. ‘সেনা জওয়ান সন্দীপ ঢাকার আচরণ যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাঁর বিরুদ্ধে রেল আইনের ১৪৫ (বি)/১৪৭/১৫৪/১৫৯ এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। বাজেয়াপ্ত করা হয়েছে লাইসেন্স। সেটি বাতিলের জন্য রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই সেনা জওয়ান’।
পুলিশের দাবি, অভিযুক্ত সেনা জওয়ান আসলে বাগপতের বাসিন্দা। মেরঠে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। ভারতীয় সেনায় কর্মরত ওই জওয়ান। সর্বশেষ দিল্লিতে মোতায়েন করা হয় তাঁকে।