নয়াদিল্লি: উপত্যকার শান্তি বিঘ্নিত করতে কাশ্মীরে প্রচুর সংখ্যায় জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। বুধবার, সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাল ভারতীয় সেনা।
সম্প্রতি, নিয়ন্ত্রণরেখার কাছ থেকে লস্কর-ই-তৈবার দুই জঙ্গিকে পাকড়াও করেছে নিরাপত্তাবাহিনী। তারা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে সেনা।
বুধবার রাজ্য পুলিশের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে সেনার চিনার কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিঁল্লো জানান, উপত্যকার শান্তি বিঘ্নিত করতে কাশ্মীরে প্রচুর পরিমাণ জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান।
সেনাকর্তা বলেন, গত ২১ অগাস্ট আমরা দুই পাক নাগরিক খলিল আহমেদ ও মোজাদ খোকরকে পাকড়াও করি। জেরায় ওই দুজন স্বীকার করে যে তারা লস্কর-ই-তৈবার সদস্য। গত চার-পাঁচ বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। ওই দুজন আরও স্বীকার করেছে যে, তারা ভারতে অনুপ্রবেশ করার পরিকল্পনা করছিল। ওদের হ্যান্ডলাররা অন্যান্য জঙ্গিদেরও কাশ্মীরে পাঠানোর ছক কষছে। জেরায় ওই ২ জঙ্গির স্বীকারোক্তির ভিডিও প্রমাণ হিসেবে এদিন প্রকাশ করা হয় সেনার তরফে।