আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তোলায় একযোগে পাকিস্তানকে ফের একহাত নিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং বিজেপি সাংসদ সঞ্জয় জয়শওয়াল। শ্রীলঙ্কায় শিশুর অধিকার সংক্রান্ত আলোচনায় কাশ্মীর ইস্যু তোলে পাকিস্তান। পাক প্রতিনিধিদের বক্তব্যকে কার্যত দুর্মুশ করেন কং নেতা গগৈ।
পাক প্রতিনিধিরা উপত্যকায় সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত বিষয়টি উত্থাপন করেন। গগৈ সেই বক্তব্যের কড়া সমালোচনা করেন। উপত্যকায় ৩৭০ ধারা বিলোপ নিয়ে কংগ্রেস বিজেপির যতই মতপার্থক্য থাকুক না কেন, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ভারতের ‘অভ্যন্তরীণ’ বিষয়ে কথা বলতে দিতে নারাজ দুই দলের প্রতিনিধিরাই। এর আগে রাহুল গাঁধীও টুইটারে পাকিস্তানকে একহাত নেন। স্পষ্টতই জানিয়ে দেন, কাশ্মীর ভারতের নিজস্ব বিষয়। এ ব্যাপারে পাকিস্তানের নাক গলানো মোটেই পছন্দ নয় কারওরই।
শ্রীলঙ্কায় পাক প্রতিনিধিকে গগৈ মনে করিয়ে দেন, তাঁদের দেশের বহু অভ্যন্তরীণ সমস্যা আছে মাথা ঘামানোর জন্য। কাশ্মীর নিয়ে না ভেবে তাঁরা যেন পাকিস্তানে সংখ্যালঘুদের দুর্দশা, ধর্ম সংক্রান্ত আইন ইত্যাদি বিষয়ে মনোযোগ দেন।
কীভাবে পাক প্রতিনিধিকে এককাট্টা হয়ে পাল্টা আক্রমণ করছেন গগৈ ও জয়েশওয়াল, তার একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে। পরে গগৈ জানান, পাকিস্তান শিশুদের অধিকার সংক্রান্ত বিষয়ে আলোচনার মঞ্চে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মহলের সামনে নিয়ে আসার চেষ্টায় ছিল। কিন্তু আমি স্পষ্টতই জানিয়ে দিই, এটা ভারতের নিজস্ব বিষয়। এতে পাকিস্তানের নাক গলানো নিষ্প্রয়োজন। এর আগে মলদ্বীপেও পাকিস্তানকে পরিষ্কার করে বলে দেওয়া হয়, ইসলামাবাদ আগে সন্ত্রাসবাদে মদত দেওয়া থামাক।